তাৎপর্যপূর্ণ এই ঘটনায় কার্যত হতচকিত হয়ে গিয়েছে গোটা বিশ্বের নেটমাধ্যম। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্টারের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনেরা। খোদ আ্যামি কী বলছেন? 'স্টার আমার জীবন বাঁচিয়েছে। ওই যুবক যখন আমাকে আক্রমণ করেছিল তখন ভেবেছিলাম আমি আর হয় তো আমার নয় বছর বয়সী ছেলেকে আর দেখতে পাব না। আমার ছেলেকে হয় তো মাতৃহারা হয়ে বাঁচতে হবে। স্টার শুধু আমার প্রাণ নয়, আমার ছেলেকেও মাতৃহারা হবার থেকে রক্ষা করেছে।'
advertisement
এখানেই থেমে থাকেননি আ্যামি, তাঁর গলায় শোনা গিয়েছে স্টারের উচ্চকিত প্রশংসা। দ্য ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে, স্টারের আচরণে তিনি যে হতবাক হয়ে গিয়েছেন, তাও গোপন করেননি আ্যামি। ' কাউকে আক্রমণ করা স্টারের একেবারেই স্বভাববিরুদ্ধ, ও এই দুনিয়ার সব চেয়ে ভালোবাসার এবং আদরের জীব। ও এতটাই আদুরে যে ও চেটে চেটে কাউকে মেরে ফেলতে পারে।' হাসছিলেন আ্যামি। ওই যুবক সম্পর্কে তিনি বলেন, সম্ভবত টাকাপয়সা জনিত কারণেই ওই যুবক তাঁকে মাঝরাস্তায় আক্রমণ করেছিল।
আর যাকে ঘিরে এত উন্মাদনা সেই স্টারের কী খবর? তার দিন কাটছে আদর-ভালোবাসায়। সেই দিন বাড়ি ফিরেই স্টারের কপালে জুটেছিল দ্বিতীয়বার নৈশভোজের সুযোগ। তার পর থেকে আদর ও ভোজনেই দিন কেটে যাচ্ছে তার।