থাইনা ফিল্ডসের সতীর্থ এক অভিনেত্রী আলেজান্দ্রা সুইটই থাইনার মৃত্যুর খবর জানিয়েছেন৷ যদিও কীভাবে থাইনার মৃত্যু হল, তা অবশ্য জানাতে চাননি আলেজান্দ্রা৷ তিনি বলেন, ‘আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না৷ কারণ আমি এই খবরে মর্মাহত৷’
আরও পড়ুন: ঘোষিত সমকামী, ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল অট্টাল
জানা গিয়েছে, কয়েক মাস আগেই নীল সিনেমার দুনিয়া নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন থাইনা৷ তাঁর অভিযোগ ছিল, নীল ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁকেই যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে৷ প্রায় আট মাস আগে থাইনা দাবি করেছিলেন, অ্যাডাল্ট কনটেন্টে কাজ শুরু করার পর আমি যৌন নিগ্রহের শিকার হয়েছি৷
advertisement
চাঞ্চল্যকর অভিযোগ তুলে থাইনা বলেন, ‘প্রথমে ওরা ভেবেছিল আমাকে ভাড়া করা হয়েছে বলে আমাকে নিয়ে যা খুশি করতে পারে৷ তার পরে বাড়ি ফিরে স্নান সেরে আমি কেঁদে ফেলি৷ এরকম আমার সঙ্গে বহু বার হয়েছে৷ সমাজ যখন বাস্তবিকই অবুঝ হয় তখন একজন মহিলা হয়ে এরকম অ্যাডাল্ট কনটেন্টে কাজ করা কঠিন৷’