TRENDING:

মুখ খুলেছিলেন কয়েক মাস আগে, নীল ছবির নায়িকার রহস্যমৃত্যু পেরুতে

Last Updated:

কয়েক মাস আগেই নীল সিনেমার দুনিয়া নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন থাইনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পেরু: নীল ছবির জনপ্রিয় তারকা ছিলেন৷ কিন্তু কয়েকমাস আগে নীল সিনেমা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মুখ খোলার পরই পেরুতে রহস্যমৃত্যু হল নীল ছবির জনপ্রিয় অভিনেত্রীর৷ থাইনা ফিল্ডস নামে ২৪ বছর বয়সি ওই অভিনেত্রীকে গত সপ্তাহে তাঁর বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷
মৃত পর্ন তারকা৷ ছবি- থাইনা ফিল্ডসের ফেসবুক পেজ থেকে৷
মৃত পর্ন তারকা৷ ছবি- থাইনা ফিল্ডসের ফেসবুক পেজ থেকে৷
advertisement

থাইনা ফিল্ডসের সতীর্থ এক অভিনেত্রী আলেজান্দ্রা সুইটই থাইনার মৃত্যুর খবর জানিয়েছেন৷ যদিও কীভাবে থাইনার মৃত্যু হল, তা অবশ্য জানাতে চাননি আলেজান্দ্রা৷ তিনি বলেন, ‘আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না৷ কারণ আমি এই খবরে মর্মাহত৷’

আরও পড়ুন: ঘোষিত সমকামী, ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল অট্টাল

জানা গিয়েছে, কয়েক মাস আগেই নীল সিনেমার দুনিয়া নিয়ে মারাত্মক অভিযোগ তুলেছিলেন থাইনা৷ তাঁর অভিযোগ ছিল, নীল ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁকেই যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে৷ প্রায় আট মাস আগে থাইনা দাবি করেছিলেন, অ্যাডাল্ট কনটেন্টে কাজ শুরু করার পর আমি যৌন নিগ্রহের শিকার হয়েছি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চাঞ্চল্যকর অভিযোগ তুলে থাইনা বলেন, ‘প্রথমে ওরা ভেবেছিল আমাকে ভাড়া করা হয়েছে বলে আমাকে নিয়ে যা খুশি করতে পারে৷ তার পরে বাড়ি ফিরে স্নান সেরে আমি কেঁদে ফেলি৷ এরকম আমার সঙ্গে বহু বার হয়েছে৷ সমাজ যখন বাস্তবিকই অবুঝ হয় তখন একজন মহিলা হয়ে এরকম অ্যাডাল্ট কনটেন্টে কাজ করা কঠিন৷’

বাংলা খবর/ খবর/বিদেশ/
মুখ খুলেছিলেন কয়েক মাস আগে, নীল ছবির নায়িকার রহস্যমৃত্যু পেরুতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল