'আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কাশ্মীরে রাজনৈতিক সংঘর্ষ হয়ে চলেছে । আমার বাবা-মা এমনকী আমার ঠাকুমা-দাদুর সময় থেকেই কাশ্মীরে অশান্তি হয়ে চলেছে। দক্ষিণ এশিয়া আমার বাসস্থান,এখানকার কাশ্মীরি সহ ১.৮ বিলিয়ন বাসিন্দা আমার প্রতিবেশী', ট্যুইটে লিখেছেন মালালা ।
'দক্ষিণ এশিয়া ভিন্ন সংস্কৃতি, ধর্ম, ভাষা, খাবার ও আদবকায়দার সমন্বয়ে গড়ে উঠেছে ও আমি চাই দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি বাসিন্দা শান্তিতে থাকুক', আর্জি মালালার ।
একে অপরকে আঘাত ও আক্রমণ করার কোনও প্রয়োজন নেই, জানিয়েছেন মালালা । বিশেষ করে কাশ্মীরের শিশু ও মহিলাদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেছেন মালালা কারণ রাজনৈতিক হিংসায় তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ।
advertisement
'মতবিরোধ হতেই পারে কিন্তু আমাদের প্রত্যেকের শান্তিপূর্ণ ভাবে সব সমস্যার সমাধান করার দিকেই গুরুত্ব দেওয়া উচিৎ', ট্যুইট মালালার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2019 2:41 PM IST