TRENDING:

Pakistani Youtuber Death Punishment: মোদি এবং ভারতের প্রশংসা করায় ২ ইউটিউবারকে ফাঁসি দিল পাকিস্তানি সেনা? মৃত্যুদণ্ড বাকিদেরও? বইছে আতঙ্ক ও জল্পনার হিমস্রোত

Last Updated:

Pakistani Youtuber Death Punishment: শুধু তাঁরা দু’জনই নন৷ বলা হচ্ছে পাকিস্তানের অনন্ত ১২ জন ইউটিউবারকে প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তানি সেনা৷ তাঁদের মধ্যে অন্যতম সানা এবং শোয়েব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং দেশ হিসেবে ভারতের প্রশংসা করাই কাল হল দুই পাকিস্তানি ইউটিউবারের-এমন আশঙ্কাই ঘনীভূত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ দীর্ঘ দিন ধরে দেখা নেই পাকিস্তানের ইউটিউবার সানা আমজাদ এবং শোয়েব চৌধুরির৷ শোনা যাচ্ছে, তাঁদের মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানি সেনা৷ তাঁদের ঘিরে আতঙ্কের হিমস্রোত বইছে সোশ্যাল মিডিয়ায়৷ শুধু তাঁরা দু’জনই নন৷ বলা হচ্ছে পাকিস্তানের অনন্ত ১২ জন ইউটিউবারকে প্রাণদণ্ড দিয়েছে পাকিস্তানি সেনা৷ তাঁদের মধ্যে অন্যতম সানা এবং শোয়েব৷
ইউটিউবার সানা আমজাদ এবং শোয়েব চৌধুরি
ইউটিউবার সানা আমজাদ এবং শোয়েব চৌধুরি
advertisement

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় সানা এবং শোয়েব খুবই জনপ্রিয়৷ নেটিজেনদের অভিযোগ, তাঁরা দু’জনেই ভিডিওয় কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় ভাল কাজ করছে ভারত বলে বলেছিলেন৷ একইসঙ্গে প্রশংসা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার জেরেই তাঁদের প্রাণদণ্ড দেওয়া হয়েছে বলে ধারণা৷ নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে তাঁদের ইউটিউব চ্যানেল দু’টিও৷

রাস্তায় ঘুরে ঘুরে পথচারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন সানা এবং শোয়েব৷ জনসাধারণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার ভিডিও আপলোড করে তাঁরা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন৷ ভারতেও তাঁদের চ্যানেলের ভিউজ ছিল উর্ধ্বগামী৷ শোয়েবের চ্যানেলের নাম ছিল ‘রিয়েল এন্টারটেইনমেন্ট’৷ সানা তাঁর নিজের নামেই চ্যানেলের নামকরণ করেছিলেন৷ পাকিস্তানের সাম্প্রতিক বিষয় এবং সেগুলি ঘিরে জনমত উঠে আসতে তাঁদের কনটেন্ট হিসেবে৷ ভারত বিষয়ক প্রসঙ্গও থাকত তাঁদের ভিডিওতে৷

advertisement

প্রসঙ্গত গত ১৯ দিন ধরে তাঁদের চ্যানেলে অনুপস্থিত দুই ইউটিউবার সানা এবং শোয়েব৷ সোশ্যাল মিডিয়ায় এটাই গুঞ্জরিত এবং পল্লবিত হচ্ছে যে গ্রেফতারের পর তাঁদের ফাঁসি দিয়েছে পাকিস্তানের সেনা৷ এমনকি, কারওর মত, পাকিস্তানের বাকি ইউটিউবারদের কাছে এটা একটা চেতাবনি৷ যাতে সে দেশের বাস্তব সমস্যা বিশ্বের সামনে ধরা না পড়ে৷

advertisement

আরও পড়ুন : সইফকে রক্তাক্ত করার পর ৬ টাকার চা, ৬০ টাকার পাও ভুর্জীই ধরিয়ে দিল ‘শাহরুখ-ভক্ত’ শরিফুলকে!

সানা একটি ভিডিও আপলোড করেছিলেন যার নাম ছিল ‘মোদি সদা শের হ্যায়ঁ’ অর্থাৎ ‘নরেন্দ্র মোদি সব সময় বাঘ৷’ আর্টিকেল ৩৭০ বিলুপ্তির পর নরেন্দ্র মোদির জম্মুকাশ্মীর সফর ছিল সেই ভিডিওর বিষয়৷ শোনা যাচ্ছে সেই ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকে৷

advertisement

পাকিস্তানের নেটিজেনদের একাংশের অভিযোগ, অতিরিক্ত ভিউজ এবং লাইক পাওয়ার জন্য সানা ও শোয়েবের ভিডিওতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে খাটো করে ভারতকে উন্নততর হিসেবে দেখানো হচ্ছিল৷ তবে এই অভিযোগের পাশাপাশি এটাও সত্যি যে একাধিক পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বেকারত্ব, আর্থিক সঙ্কট-সহ একাধিক প্রশ্নে ভারতের সঙ্গে তুলনামূলক আলোচনা টেনে তুলোধনা করেছেন নিজেদের দেশের প্রশাসনকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে ইউটিউবার সানা ও শোয়েবের ফাঁসির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমি৷ এই বিষয়ে সব গুঞ্জনকে তিনি ‘মিথ্যা’ বলে চিহ্নিত করেছেন৷ তাঁর মতে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন পাকিস্তান সরকার৷ তবে ইউটিউবারদের মৃত্যুদণ্ডের সংবার সম্পূর্ণ অসত্য৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistani Youtuber Death Punishment: মোদি এবং ভারতের প্রশংসা করায় ২ ইউটিউবারকে ফাঁসি দিল পাকিস্তানি সেনা? মৃত্যুদণ্ড বাকিদেরও? বইছে আতঙ্ক ও জল্পনার হিমস্রোত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল