“পাকিস্তান এই অঞ্চলে শান্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত ছিল। আমরা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই কারণ যুদ্ধ কোনও দেশের জন্যই বিকল্প নয়,” বলেন পাক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- প্রবল বৃষ্টিতে ভূমিধস, হড়পা বান! বেশ কয়েকটি রাজ্যে বন্যায় ডুবছে মানুষ, মৃত ৩৩
advertisement
আরও পড়ুন- সিবিআই জাঁতাকলে দিল্লির উপমুখ্যমন্ত্রী,মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ
কাশ্মীর ইস্যু এবং পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ। ভারত বারবার পাকিস্তানকে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর চিরকালই এই দেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। ভারত জানিয়েছে সন্ত্রাস, শত্রুতা ও হিংসামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশীর সম্পর্ক চায় দেশ।
শেহবাজ শরিফ জানান, ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং জনগণের অবস্থার উন্নতিতে প্রতিযোগিতা থাকা উচিত। তিনি জানান, পাকিস্তান আগ্রাসী ছিল না, তবে পাক পারমাণবিক সম্পদ এবং প্রশিক্ষিত সেনাবাহিনী প্রতিরোধমূলক মনোভাব রাখে। তিনি জানান, ইসলামাবাদ আগ্রাসনের জন্য নয় বরং তাঁদের সীমান্ত রক্ষার জন্যই সামরিক বাহিনী ব্যয় করে।