ঘটনার দায় স্বীকার করেছে বালুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)৷ একটি বিবৃতিতে তাদের তরফে জানানো হয়েছে তারা গোটা ট্রেনটাকেই দখল করে নিয়েছে৷ ট্রেনে থাকা নিরাপত্তাকর্মীরাও তাঁদের কবজায়৷ ৬ জনকে তারা ইতিমধ্যেই মেরে ফেলেছে৷
advertisement
ওই জঙ্গি গোষ্ঠী তাদের বিবৃতিতে লিখেছে, ‘‘আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা সুনিপুণভাবে সম্পূর্ণ করেছে বালোচ লিবারেশন আর্মির মুক্তিযোদ্ধারা৷ উড়িয়ে দেওয়া হয়েছে মাশকাফ, দাহদর, বোলানে রেলওয়ে ট্র্যাক৷ জফফর এক্সপ্রেস মাঝপথে দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়েছে৷ আমাদের যোদ্ধারা অত্যন্ত সহজে গোটা ট্রেনের দখল নিয়ে নিয়েছে৷ ট্রেনের সব যাত্রীই এখন আমাদের বন্দি৷’’
মঙ্গলবারের এই ঘটনায় ট্রেনের একজন চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ পাক রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কেটা থেকে পেশাওয়ারগামী একটি ট্রেন হামলাটি হয়েছে৷ উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন৷