TRENDING:

পাক ওপেনারদের দাপটে গোলাপী টেস্টের প্রথম দিনেই অস্বস্তিতে ক্যারিবিয়ানরা

Last Updated:

পাকিস্তান: ২৭৯/১ ( ৯০ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তান: ২৭৯/১ ( ৯০ ওভার)
advertisement

#দুবাই: ভারতের মাটিতে গোলাপি টেস্ট আয়োজন নিয়ে অনেক তোড়জোড়ই করেছিল বিসিসিআই ৷ কিন্তু শেষপর্যন্ত এব্যাপারে তাদের টেক্কা দিয়েছে পাকিস্তান ৷ দুবাইতে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়ার প্রথম গোলাপি বলের টেস্ট আয়োজন করতে সফল পাকিস্তান ৷ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই ওপেনারদের পারফরম্যান্সে স্বস্তিতে পাক শিবির ৷ দুই ওপেনার সামি আসলাম (৯০) এবং আজহার আলি (১৪৬ নট আউট)-র দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২৭৯ রান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের ‘বিস্ময় যুবক’ বাবর আজমের ৷ যিনি গত সপ্তাহে ওয়ান ডে-র ইতিহাসে এক সিরিজে সর্বাধিক রান তোলার বিশ্বরেকর্ড করেছেন ৷ নিজের ২২ তম জন্মদিনেই প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের থেকে টেস্ট ক্যাপ পেলেন বাবর ৷ অন্যদিকে আরও একটি বিষয়ও ঘটেছে এই টেস্ট শুরু হওয়ার আগে ৷ সেটা হল সদ্য আইসিসি র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে এক নম্বর স্থান পাওয়া ভারতের রবিচন্দ্রন অশ্বিন ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছন পাক অফ স্পিনার ইয়াসির শাহকে ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মিসবা উল হক ৷ ক্যারিবিয়ান বোলরদের মধ্যে কেউই এদিন সেভাবে দাগ কাটতে ব্যর্থ ৷ একটিমাত্র উইকেট নিয়েছেন চেজ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
পাক ওপেনারদের দাপটে গোলাপী টেস্টের প্রথম দিনেই অস্বস্তিতে ক্যারিবিয়ানরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল