এর পিছনে যে যুক্তি উঠে আসছে তা হল, PUBG অত্যন্ত আসক্তির এবং এতে প্রচুর সময় নষ্ট হয়৷ শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে৷ ছোটদের মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই গেমিং অ্যাপ৷ ফলে এর থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত৷ সরকারিভাবে এটাই জাননো হয়েছে৷ কারণ এই মর্মে বহুদিন যাবৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ছে৷ শেষ পর্যন্ত তারা এই নিয়ে পদক্ষেপ নিল৷
advertisement
এমনকি PUBG-র ফলে অনেক আত্মহত্যার ঘটনাও ঘটেছে পকিস্তানে৷ সম্প্রতি ১৬ বছরের এক কিশোরের আত্মহত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন৷ পাকিস্তানের সংবাদপত্র ডনের খবর, গেমে হেরে নিজেকে শেষ করেছিল ওই কিশোর৷ এই নিয়ে লাহোর আদালতে মামলাও শুরু হয়েছে৷
যদিও সাধারণের কাছে এই নিয়ে মতামত জানতে চেয়েছে PTA৷ ১০ তারিখের মধ্য মতামত জানানো সময় চাওয়া হয়েছে৷ অ্যাপ পুরোপুরি বন্ধ হবে, নাকি আবার তা ফেরানো হবে নির্ভর করছে জনসাধারণের মতের ওপরও৷