প্রধানমন্ত্রীর বাড়ি৷ নিঃসন্দেহে তার আলাদা গুরুত্ব রয়েছে৷ দেশের শাসকদলের প্রধান হিসেবে যে বাড়িতে থাকার যোগ্যতা অর্জন করেন প্রধানমন্ত্রী তার গরিমাই আলাদা৷ বিভিন্ন সময়ের দেশ প্রধানরা যেই বাড়িতে থেকে ইতিহাস তৈরি করেছেন, সেই বাড়িতে অন্যের বিয়ের অনুষ্ঠান! এটা কি ঠিক?
দেখুন বিয়ের কার্ডটি-
advertisement
আরও পড়ুন লিফটে ভাইয়ের গলায় লাগল ফাঁস! ঠান্ডা মাথায় ছোট্ট দিদি যা করল...ভাইরাল ভিডিও
পাক প্রধানমন্ত্রীর বাসভবনে এক ব্রিগেডিয়ারের মেয়ের বিয়ের অনুষ্ঠান ঘিরে উঠেছে নানা প্রশ্ন৷ কীভাবে এই বাড়িতে এমন হয়৷ তাহলে কি প্রধানমন্ত্রী বাড়ি এখন ভাড়া দেওয়া হচ্ছ বিয়েবাড়ি হিসেবে? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ বিয়েবাড়ির আসর বসছে প্রধানমন্ত্রীর বাসভবনে, আমন্ত্রিতদের কার্ডে স্পষ্ট ছাপা হয়েছে৷ সেই কার্ড ও বিয়ের ছবি ভাইরাল৷ বিয়ের ছবিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও দেখা গিয়েছে৷ প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পর ইমরান জানিয়ছিলেন যে বাসভবনে একটি গ্রন্থাগার খুলতে চান তিনি৷ তবে আপাতত সেই আশায় জল ঢেলে বিয়েবাড়ির ভ্যেনু হিসেবে সেজে উঠেছে পাক প্রধানমন্ত্রী বাসভবন! মত নেটিজেনদের৷