মঙ্গলবারের ঘটনার পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রীর কাছ থেকে প্রতিক্রিয়া এসেছে৷ তবে এতদিন এ নিয়ে মুখ খোলেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়ার সেনা প্রশিক্ষণকেন্দ্রে একটি বক্তৃতা দেওয়ার সময় ভারতের কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলা প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া দিতে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে৷
advertisement
শেহবাজ সেখানে বলেছেন, ‘‘পহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা থেকে ফের একটা দোষারোপ পাল্টা দোষারোপের বিষয় শুরু হয়েছে৷ এটা শেষ হওয়া দরকার৷ একটা দায়িত্বশীল দেশ হিসাবে পাকিস্তান এ বিষয়ে যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে রাজি৷’’
তবে এখানেই থেমে থাকেননি তিনি৷ ভারতের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকির সুরে শেহবাজকে বলতে শোনা গেল, ‘‘কাশ্মীরকে পাকিস্তানের জুগুলার ভেন হিসাবে ঘোষণা করেছিলেন মহম্মদ আলি জিন্নাহ৷ ঠিক কথাই বলেছিলেন৷ দুর্ভাগ্যবশত, এই জায়গা নিয়ে দ্বন্দ্ব এখনও রয়ে গিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জে এনিয়ে একাধিক আলোচনা সত্ত্বেও৷’’ তবে পাশাপাশি শেহবাজ এ-ও স্পষ্ট করেন, কেউ যদি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং সুরক্ষায় আঘাত হানে পাকিস্তান কখনও তা মেনে নেবে না৷
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই পহেলগাঁও হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের মধুবনির সভায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন৷ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও জঙ্গিদের খুঁজে এনে তাদের কল্পনারও অতীত শাস্তি দেওয়া হবে৷ এবার এল পাক প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া৷