TRENDING:

জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তান, অক্সফোর্ড ইউনিভার্সিটির রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: পাকিস্তান সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য ৷ জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তান । সন্ত্রাসের এই স্বর্গরাজ্যে জঙ্গিরা সিরিয়ার থেকেও তিনগুন বেশি বিপজ্জনক। অক্সফোর্ড ইউনিভার্সিটির ও SFG-র করা রিপোর্টে এমনই উল্লেখ । রিপোর্টে বলা হয়েছে, জঙ্গি মদতের জন্যই বিশ্বজুড়ে লস্কর ই তইবার বাড়বাড়ন্ত ।
advertisement

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠীগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে রয়েছে ৷ পাকিস্তানের সমর্থনেই তারা বিশ্বজুড়ে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ৷ আফগান তালিবান এবং লস্কর ই তইবা-কে সবথেকে বিপজ্জনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ আর্থিক ক্ষেত্রে সাহায্যের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলিকে নিরাপদ আশ্রয়ের বিষয়টিতেও পাকিস্তান দু’হাত বাড়িয়ে দিয়েছে ৷ এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে ৷

advertisement

আরও পড়ুন:শবরীমালায় সুপ্রিম রায়কে কেন সমর্থন ? রাগে পুড়িয়ে দেওয়া হল আশ্রম

৮০ পাতার ওই রিপোর্টেই দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ২০০ টি জঙ্গি সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে ৷ তার মধ্যে বেশিরভাগ জঙ্গি সংগঠনেরই জন্ম পাকিস্তানে ৷ এর পাশাপাশি রিপোর্টেই উঠে এসেছে আরও বেশ কিছু তথ্য ৷ জানা যাচ্ছে, আলকায়েদার জন্ম পাকিস্তানেই ৷ এছাড়াও পাক সেনার দেওয়া নিরাপত্তার জন্যই ওসামা বিন লাদেন নিশ্চিন্তে তাঁর সাম্রাজ্য বানান পাকিস্তাে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

এই রিপোর্টের জেরে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার কোণঠাসা হল পাকিস্তান ৷ সন্ত্রাসকে মদত দেওয়া হবে না ৷ এমন শান্তির বার্তা যতই আওড়াক না কেন পাকিস্তান ৷ আদতে পরিস্থিতির সামান্য রদবদল হয়নি ৷ রিপোর্টেই তা স্পষ্ট হল ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তান, অক্সফোর্ড ইউনিভার্সিটির রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য