TRENDING:

জঙ্গি সংগঠন জইশ-এর সঙ্গে কথা বলছে ইসলামাবাদ, দাবি পাক বিদেশমন্ত্রীর

Last Updated:

পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বিবিসি-কে জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান কোনও ব্যবস্থা নেয়নি, এই দাবি মিথ্যে৷ ইসলামাবাদ মাসুদ আজহার ও জইশ ই মহম্মদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ পাকিস্তানেই রয়েছে বলে শুক্রবারই জানিয়েছিল পাকিস্তান৷ বিশ্বের প্রবল চাপে শনিবার পাক সরকার জানাল, জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান৷
advertisement

পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি বিবিসি-কে জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান কোনও ব্যবস্থা নেয়নি, এই দাবি মিথ্যে৷ ইসলামাবাদ মাসুদ আজহার ও জইশ ই মহম্মদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে৷ তাঁর আরও দাবি, পুলওয়ামা হামলায় জইশ নাকি জানিয়েছে, তারা এই হামলায় যুক্ত নয়৷ কোথাও একটা ধন্দ রয়ে গিয়েছে৷ ধোঁয়াশা রয়েছে৷ যদিও পুলওয়ামা হামলার পর রীতিমতো বিবৃতি দিয়ে জইশ জানায়, তারাই এই হামলা ঘটিয়েছে৷

advertisement

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর জইশ মুখপাত্র মহম্মদ হাসান জানায়, প্রচুর সেনার মৃত্যু হয়েছে৷ সেনার গাড়িগুলিও ধ্বংস হয়ে গিয়েছে৷ কিন্তু পাক বিদেশমন্ত্রীর দাবি, পুলওয়ামা হামলায় জইশ-এর হাত রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়৷ কারণ, তথ্যপ্রমাণে অনেক অসঙ্গতি রয়েছে৷ কী ধরনের অসঙ্গতি? কুরেশির বক্তব্য, জইশ নেতৃত্বের সঙ্গে আমরা কতা বলেছি৷ ওরা বলছে, ওরা এই হামলা চালায়নি৷

advertisement

তা হলে পুলওয়ামা হামলা চালাল কারা? পাক বিদেশমন্ত্রকের দাবি, ভারতেরই লোক এই হামলায় যুক্ত৷ ভারতের জনগণ তাদের চেনে৷ মাসুদ আজহারকে তা হলে কি গ্রেফতার করবে না পাকিস্তান? কুরেশির দাবি, আগে ভারত প্রমাণ দিক, মাসুদ আজহার ও জইশ পুলওয়ামা হামলায় জড়িত, তারপরেই পাক ব্যবস্থা নেবে৷

আরও ভিডিও: ইউসুফের নেতৃত্বেই হয়েছিল পুলওয়ামার ছক, বালাকোট হামলার মূল লক্ষ্যও ছিল সে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
জঙ্গি সংগঠন জইশ-এর সঙ্গে কথা বলছে ইসলামাবাদ, দাবি পাক বিদেশমন্ত্রীর