TRENDING:

Pakistan Flood Deaths: পাকিস্তানে প্রবল বৃষ্টি! একদিনে ৬৩ জনের মৃত্যু, বহু এলাকা জলমগ্ন, জারি জরুরি অবস্থা

Last Updated:

Pakistan Flood Deaths: পাকিস্তানের পঞ্জাবে একদিনের প্রবল বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন। বিদ্যুৎস্পৃষ্ট, ডুবে যাওয়া ও বাড়ি ভেঙে পড়ায় এই মৃত্যু। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জারি হয়েছে জরুরি অবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: পাকিস্তানে ভয়াবহ বর্ষণে মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন। পাঞ্জাব প্রদেশে মুষলধারে বৃষ্টি জনজীবনকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ বা বাড়ি চাপা পড়ে বা ডুবে গিয়ে মারা গিয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২৯০।
পাকিস্তানে প্রবল বৃষ্টি! একদিনে ৬৩ জনের মৃত্যু, বহু এলাকা জলমগ্ন, জারি জরুরি অবস্থা
পাকিস্তানে প্রবল বৃষ্টি! একদিনে ৬৩ জনের মৃত্যু, বহু এলাকা জলমগ্ন, জারি জরুরি অবস্থা
advertisement

বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মানুষ বাড়ি ভেঙে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বাকি যারা মারা গেছেন, তারা বিদ্যুৎস্পৃষ্ট অথবা বন্যার জলে ডুবে গেছেন।

আরও পড়ুন: লিভারের জন্য বিষের সমান এই খাবারগুলি! অবহেলায় ১২টা বাজবে শরীরের…

পঞ্জাবের রাওয়ালপিন্ডি শহরে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। নাল্লা লেহ নদীর পাশের মানুষজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদিও ‘Geo News’ জানিয়েছে, টানা ১৮ ঘণ্টার বৃষ্টির পর বৃহস্পতিবার জলস্তর কমতে শুরু করে।

advertisement

এই মৃত্যু সংখ্যা মিলিয়ে এ বছর জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮০-তে, যার মধ্যে অর্ধেকই শিশু।

আরও পড়ুন: হাত-পায়ে সু*ইসা*ইড নোট, শ্বশুরবাড়ির অত্যাচারে বি*ষ খেয়ে চরম সিদ্ধান্ত মণীষার…

পঞ্জাবের বিভিন্ন জেলায় রাস্তা, এক্সপ্রেসওয়ে, বিমান পরিষেবা বন্ধ। মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ কয়েকটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চাকওয়াল জেলায় একদিনে ৪০০ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। নৌকা নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও সেনাবাহিনী। হেলিকপ্টারে চলছে নজরদারি।

advertisement

পাকিস্তানে দুটি প্রধান মৌসুমি ধারা—ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স ও সাউথওয়েস্ট মনসুন—এর সংঘাতে প্রায়শই এমন দুর্যোগ ঘটে। এর পাশাপাশি, দেশটিতে রয়েছে ১৩ হাজারের বেশি হিমবাহ, যেগুলি জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলতে শুরু করেছে।

২০২২ সালের ভয়াবহ বন্যায় যেখানে ১,৭০০ মানুষের মৃত্যু হয়েছিল, দেশের এক-তৃতীয়াংশ ডুবে গিয়েছিল, সেই স্মৃতি এখনো টাটকা। এবারও সেসব ভয় যেন ফিরে আসছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Flood Deaths: পাকিস্তানে প্রবল বৃষ্টি! একদিনে ৬৩ জনের মৃত্যু, বহু এলাকা জলমগ্ন, জারি জরুরি অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল