স্থানীয় মুদ্রায় চিকেনের দাম গত মাসেও ছিল ৩০০ টাকা। এখন সেই দাম ৭০০ টাকা। এই অঙ্ক আরও মহার্ঘ্য হওয়ার আশঙ্কা। অসহনীয় সঙ্কটকে আরও তীব্র করেছে পাকিস্তানের খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী তাকির বসির চিমার মন্তব্য। তিনি দেশবাসীকে চিকেন খাওয়া বন্ধ করতে বলেছেন। কারণ, সেটা নাকি স্বাস্থ্যের জন্য উপকারী নয়। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ সে দেশের পোলট্রি সংগঠনও।
advertisement
আরও পড়ুন : এ বার কি কনকনে শীতে পুণ্যস্নান? মকর সংক্রান্তিতে কতটা ঠান্ডা থাকবে, জানুন পূর্বাভাস
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই মুহূর্তে পাকিস্তানে খাদ্যসঙ্কট মেটাতে দরকার অন্তত ৪ লক্ষ বস্তা গম। সঙ্কট মেটাতে ঋণগ্রস্ত দেশটি রাশিয়া থেকে গম আমদানি করছে। দেখে নেওয়া যাক বর্তমানে পাকিস্তানে কোন জিনিসের দাম কতটা আকাশছোঁয়া-
পণ্য কেজি প্রতি দাম ( পাকিস্তানি মুদ্রা বা পাকিস্তানি রুপিতে PKR)
পেঁয়াজ- ২১৫
চিকেন- ৭০০
গমের আটা -১৬০
ভোজ্য তেল- ৪৮০
চাল -১৪৫
বিনস -১৬০
টোম্যাটো -১২২
ডিম -৪০০
মাটন -১১০০
দেশি ঘি- ১৮০০-২৫০০
উত্তপ্ত পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যুর খবর এসেছে মীরপুরখস এলাকা থেকে। সেখানে একটি ট্রাক থেকে ৬৫ টাকা কেজি দরে গম বিক্রি করা হচ্ছিল। ভিড়ের মধ্যে পড়ে যান ওই ব্যক্তি। খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে জানা গিয়েছে সেখানে ২০ কেজি গম বিক্রি হয়েছে ৩১০০ টাকায়।
আরও পড়ুন : ২২ কিমি লম্বা সেতু! কোথায় তৈরি হচ্ছে ভারতের দীর্ঘতম সি-লিঙ্ক? জেনে নিন খুঁটিনাটি
প্রসঙ্গত ভারত তার উদ্বৃত্ত গম গত বছর বিভিন্ন ভারত মহাসাগরীয় দেশে রফতানি করেছেন। কিন্তু কূটনৈতিক বাধার জন্য ভারত থেকে গম আমদানি করতে অস্বীকার করেছিল পাকিস্তান।