TRENDING:

Pakistan Cable Car Fault: কাটল আতঙ্কের প্রহর, ১৫ ঘণ্টা দুর্গম খাদের উপর ঝুলন্ত রোপওয়েতে আটকে থাকার পর উদ্ধার ৬ স্কুলপড়ুয়া-সহ ৮

Last Updated:

Pakistan Cable Car Fault: পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে অসম্ভব দক্ষতার প্রয়োজন হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইসলামাবাদ : দুঃস্বপ্নের প্রহর কাটল। পাকিস্তানে রোপওয়ে বিভ্রাটকাণ্ডে আটকে পড়া ৬ স্কুলপড়ুয়া এবং ২ প্রাপ্তবয়স্ককে উদ্ধার করল সেনাবাহিনী। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে খাদের উপর ঝুলন্ত কেবল কার-এ ১৫ ঘণ্টা আটকে ছিল ওই ৮ জন। মঙ্গলবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে। জানা গিয়েছে ওই অ‍ঞ্চলের দুর্গম অ্যাল্লাই উপত্যকা পেরিয়ে রোপওয়ে করে স্কুলে যাচ্ছিল ওই শিশুরা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ১২০০ ফুট উচ্চতায় বিকল হয়ে পড়ে কেবল কার।
১২০০ ফুট উচ্চতায় বিকল হয়ে পড়ে কেবল কার
১২০০ ফুট উচ্চতায় বিকল হয়ে পড়ে কেবল কার
advertisement

হেলিকপ্টার এনে উদ্ধারকাজ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। শুরুর দিকে হেলিকপ্টার এসে ফিরে গেলেও আবার নতুন করে শুরু হয় উদ্ধারপর্ব। প্রথমে ২ জন স্কুলপড়ুয়াকে বার করে আনা হয়। তার পর একে একে কেবল কার থেকে বার করে আনা হয় বাকি ৬ পড়ুয়া এবং ২ প্রাপ্তবয়স্ককে। ১৫ ঘণ্টা পর মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাগ্রস্ত কেবল কার থেকে মুক্ত হন তাঁরা।

advertisement

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে অসম্ভব দক্ষতার প্রয়োজন হয়েছে। উদ্ধারপর্ব সম্বন্ধে ট্যুইট করেছেন পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকরও। জানিয়েছেন প্রত্যেকটি বাচ্চাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনাবাহিনী, উদ্ধারকর্মী, জেলাপ্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

আটকে পড়া ছাত্রছাত্রীরা বাত্তঙ্গি পাশতো সরকারি হাই স্কুলের পড়ুয়া। স্কুলটি এত দুর্গম পাহাড়ি জায়গায়, যে সেখানে পৌঁছতে হলে রোপওয়ে ছাড়া উপায় নেই। স্কুলে যাওয়ার পথেই তারা বিভ্রাটের মুখোমুখি হয়। দুঃসহ অপেক্ষার মুহূর্ত কাটিয়ে তাদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পরিবারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Cable Car Fault: কাটল আতঙ্কের প্রহর, ১৫ ঘণ্টা দুর্গম খাদের উপর ঝুলন্ত রোপওয়েতে আটকে থাকার পর উদ্ধার ৬ স্কুলপড়ুয়া-সহ ৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল