বব্বর খালসার সাথে যুক্ত গ্যাংস্টার হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া, পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার তথা সন্ত্রাসবাদী হরবিন্দর সিং সান্ধু ওরফে রিন্ডার প্রায় ডান হাত৷ পঞ্জাবে কমপক্ষে ১৪টি সন্ত্রাসী হামলার অভিযোগে অভিযুক্ত তারা দু’জনেই৷
advertisement
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) এবং মার্কিন এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ERO) জানিয়েছে, পঞ্জাবে ১৪টি সন্ত্রাসী হামলার জন্য দায়ী হরপ্রীত সিংকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে সিংকে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল সহ দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যোগসূত্রের অভিযোগে গ্রেফতার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় এফবিআই জানিয়েছে, ‘‘আজ, ভারতের পাঞ্জাবে সন্ত্রাসী হামলার জন্য দায়ী সন্দেহভাজন সন্ত্রাসী হরপ্রীত সিংকে স্যাক্রামেন্টোতে এফবিআই এবং ইআরও গ্রেফতার করেছে। দু’টি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত থাকার কারণে, সে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল এবং গ্রেফতারি এড়াতে বার্নার ফোন ব্যবহার করেছিল৷”
এফবিআই জানাচ্ছে, ভারতের পঞ্জাবে একাধিক সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সিং ওয়ান্টেড ছিলই। ওর সঙ্গে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এরও যোগ রয়েছে বলে জানা গিয়েছে।