সংবাদসংস্থা এপি, অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, আফগানিস্তানের আধিকারিকেরা দাবি করেছেন, তাঁরা আফগান ভূখণ্ড এবং আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাবে ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছেন। পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছে, কোনও রকমের উস্কানি ছাড়াই পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পাল্টা হামলা চালায় পাক সেনাও৷
advertisement
অন্যদিকে, হামলার প্রতিক্রিয়ায় তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “দুর্ভাগ্যবশত, আজ (বুধবার) ভোরে, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হালকা ও ভারী অস্ত্র দিয়ে আফগানিস্তানের উপর আবারও আক্রমণ শুরু করে, যার ফলে ১২ জন সাধারণ নাগরিক শহিদ হয়েছেন এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। পরে, আফগান বাহিনী প্রতিশোধ নিতে বাধ্য হয়।”
অন্যদিকে, পাকিস্তানের দাবি, আফগানিস্তানের তালিবান সেনা এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের যৌথ হামলায় পাকিস্তানের ২৩ জন সেনার মৃত্যু হয়েছে৷ পাল্টা ২০০ জন তালিবান ও টিটিপি জঙ্গিকেও মেরেছে বলে দাবি করেছে পাকিস্তান৷
বেলুচিস্তানের চমন এবং আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট – ফ্রেন্ডশিপ গেট৷ ক্রমাগত গোলাগুলির ফলে কাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে৷ পাকিস্তানের সেনাবাহিনী বর্তমানে উপজাতি অধ্যুষিত অঞ্চলে গেরিলা-ধাঁচের টিটিপি আক্রমণ এবং সীমান্ত পেরিয়ে সরাসরি আফগান তালেবান আক্রমণের মধ্যে আটকা পড়ে গিয়েছে৷
সূত্র আরও জানিয়েছে যে, টিটিপি খাইবার পাখতুনখোয়ায় অ্যামবুশ স্টাইলে অভিযান এবং আইইডি হামলা জোরদার করেছে৷ অন্যদিকে,আফগান তালিবান ইউনিটগুলি পাকিস্তানি চেকপোস্টগুলিকে পরপর টার্গেট করছে। ভারী গুলিবর্ষণের জেরে বেশ কয়েকটি পাকিস্তানি পোস্ট দখল করা হয়েছে অথবা সাময়িকভাবে পরিত্যক্ত করা হয়েছে।
কাবুলে তালিবান সরকারের বিরুদ্ধে টিটচিপি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ এনে কিছুদিন আগেই বিমান হানা চালিয়েছিল পাকিস্তান৷ আফগানিস্তানকে তাঁদের ১ নম্বর শত্রু বলে উল্লেখও করেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ৷ ক্রমে যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে পাকিস্তানের পশ্চিম সীমান্ত৷ আফগান তালিবান বাহিনী সীমান্তে পাক সেনার সঙ্গে নাগাড়ে সংঘর্ষে চালিয়ে যাচ্ছে, অন্যদিকে পাক সীমানার ভিতরে হামলা চালাচ্ছে টিটিপি জঙ্গিরা৷ গোয়েন্দা সূত্র বলছে, দ্রুত এই সাঁড়াশি আক্রমণ বন্ধের উপায় না বের করলে দীর্ঘস্থায়ী সীমান্ত যুদ্ধের দিকে এগোতে পারে আফগানিস্তান পকিস্তান৷