TRENDING:

Pakistan on Pahalgam Attack: ‘জল বন্ধ হলে, যুদ্ধ হবে,’ বিবৃতি জারি করে জানিয়ে দিল পাকিস্তান! ‘অল আউট ওয়ার’-এর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Last Updated:

সম্প্রতি স্কাই নিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে কথায় কথায় এক ভয়ঙ্কর কথা স্বীকার করে ফেলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ৷ সাক্ষাৎকারে তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে ‘জঙ্গিদের সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থনৈতিক ভাবে সাহায্য’ করে এসেছে কি না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদল্লি: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ২৬ জনকে গুলি করে মেরেছে জঙ্গিরা৷ উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থেকেছে দেহ৷ কেউ শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন, কেউ ছেলে কোলে নিয়ে ছুটেছেন জ্ঞানশূন্য হয়ে৷ একে একে নিজেদের ভিটেমাটিতে ফিরছে সেই নিরাপরাধ মানুষগুলোর নিথর দেহ৷ ঘটনার পরই পরই প্রশাসনিক স্তরে একাধিক ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে৷ গত বৃহস্পতিবার বিহারের মধুবনিতে বক্তৃতা করার সময় পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে কল্পনার অতীত শাস্তি দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
News18
News18
advertisement

গত মঙ্গলবারের জঙ্গি হামলার পরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত৷ ভিসা নীতিতেও কড়া অবস্থান নেওয়া হয়েছে৷ ফিরে যেতে বলা হয়েছে এদেশে আসা পাক নাগরিকদের৷ ভারতে থাকা পাক দূতাবাসের সংখ্যাও কমিয়ে দিতে বলা হয়েছে৷

এর পাল্টা পাকিস্তান জানিয়েছে, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হলে শিমলা চুক্তিও তারা মানবে না৷ পাকিস্তানের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘সিন্ধু জল চুক্তি অনুসারে পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার এবং নিম্ন নদী তীরবর্তী অঞ্চলের অধিকার হরণ করার যে কোনও রকম প্রচেষ্টা যুদ্ধের মতো (অ্যাক্ট অফ ওয়ার) বলে বিবেচিত হবে।’’

advertisement

আরও পড়ুন :‘নোংরা’ কাজ করে আসছে পাকিস্তান..তিন দশক ধরে! অবশেষে স্বীকার পাক প্রতিরক্ষামন্ত্রীর

সম্প্রতি স্কাই নিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে কথায় কথায় এক ভয়ঙ্কর কথা স্বীকার করে ফেলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ৷ সাক্ষাৎকারে তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে ‘জঙ্গিদের সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থনৈতিক ভাবে সাহায্য’ করে এসেছে কি না৷

advertisement

উত্তরে আসিফ বলেন, ‘‘হ্যাঁ, আমরা আমেরিকা, ব্রিটেন-সহ অন্য পশ্চিমি দেশগুলোর জন্য এই নোংরা কাজ করে আসছি৷ গত তিন দশক ধরে৷’’ অর্থাৎ, স্বীকার করলেন গত তিন দশক ধরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছে, তাদের ফান্ড জুগিয়ে আসছে পাকিস্তান৷ যা এতদিন ধরে অভিযোগ করে আসছিল ভারত৷

তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে “সর্বাত্মক যুদ্ধের” হুমকিও দিয়েছেন৷ বলেছেন, দু’টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ সামরিক সংঘাত ঘটলে তা অবশ্যই বিশ্বের কাছে চিন্তার বিষয়। তিনি বলেন, “যদি অল আউট ওয়ার বা এরকম কিছু হয়, তাহলে স্পষ্টতই সেটা অল আউট ওয়ার হবে,” তিনি বলেন।

advertisement

আরও পড়ুন: পাকিস্তানে ‘আটক’ ভারতীয় জওয়ান! দ্রুত ঘরে ফিরুক পূর্ণম, আতঙ্কের প্রহর গুনছে হুগলি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই সাক্ষাৎকারেই আসিফ দাবি করেছেন, পাকিস্তানে এখন লস্কর-এ-তৈবা নামের কোনও জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই৷ বলেছেন, ‘‘লস্কর একটা পুরনো নাম৷ এর অস্তিত্ব নেই৷’’

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan on Pahalgam Attack: ‘জল বন্ধ হলে, যুদ্ধ হবে,’ বিবৃতি জারি করে জানিয়ে দিল পাকিস্তান! ‘অল আউট ওয়ার’-এর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল