৮৯ তম অ্যাকাডেমি পুরস্কারে এবার কোন ছবি বাজিমাত করবে, কোন নায়ক ও নায়িকার হাতে উঠবে অস্কার ৷ প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে কি দেব পটেলের হাতে উঠবে অস্কার? সমস্ত রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি অস্কার বিজয়ী ছবির তকমা কি ছিনিয়ে নিতে সফল হবে লা-লা ল্যান্ড? সমস্ত উত্তর জানা যাবে এদিনই ৷
২৬ ফেব্রুয়ারি, আমেরিকায় স্থানীয় সময় সন্ধে সাড়ে আটটায় থেকে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে ৷ ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে ৷
advertisement
তার আগে এক ঝলক দেখে নিন অস্কার লড়াইয়ে রয়েছে কোন কোন ছবি!
সেরা ছবি
লা লা ল্যান্ড
মুনলাইট
ম্যাঞ্চেস্টার বাই দ্য সি
অ্যারাইভাল
লায়ন
হক’শ রিজ
হিডেন ফিগার
ফেনসেস
হেল অর হাই ওয়াটার
সেরা পরিচালক
ডেনিস ভিলেনিউভা, অ্যারাইভাল
মেল গিভসন, হক’শ রিজ
ড্যামিয়েন চাজেল্লে, লা লা ল্যান্ড
কেনেথ লোনেরগান, ম্যাঞ্চেস্টার বাই দ্য সি
বেরি জেনকিনস, মুনলাইট
সেরা অভিনেত্রী
এমা স্টোন, লা লা ল্যান্ড
নাতেলিয়া পোর্টম্যান, জ্যাকি
অ্যামি অ্যাডমস, অ্যারাইভাল
মেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স ফস্টার জেনকিনস৷
ইজাবেলে হাপারট, এলে
সেরা সহ অভিনেতা
জেফ ব্রিজেস, হেল অর হাই ওয়াটার
মহেরশালা আলি, মুনলাইট
দেব পটেল, লায়ন
মাইকেল শ্যানন, নকটারনাল অ্যানিমেলস
সেরা অভিনেতা
ক্যাসে অ্যাফলেক, ম্যাঞ্চেস্টার বাই দ্য সি
ডেনজেল ওয়াশিংটন, ফেনসেস
রায়ান গসলিং, লা লা ল্যান্ড
ভিগো মর্টেনসেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক
অ্যান্ড্রু গারফিল্ড, হক’শ রিজ
টম হ্যাঙ্কস, সাল্লি
সেরা সিনেম্যাটোগ্রাফি
অ্যারাইভাল
লা লা ল্যান্ড
লায়ন
মুনলাইট
সেরা বিদেশি ছবি
ল্যান্ড অফ মাইন
আ ম্যান কলড ওভ
দ্য সেলসম্যান
তন্না
টোনি ইরডম্যান