ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে জাপানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক করেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানের সঙ্গেও। সেখানেই যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানায় জাপান। জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো এই বিষয়ে আশ্বাস দেন।
advertisement
শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দেখা করেন জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারের সঙ্গে। তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতি জাপানের দৃঢ় সমর্থন রয়েছে বলে জানান।
পহেলগাঁও হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে ভারতের সাংসদের প্রতিনিধিদল। ভারত চায় পাকিস্তানের সন্ত্রাসবাদ কথা বিশ্ববাসীকে জানাতে। সেজন্যই একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ৩২টি দেশে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধিদের একটি দল। দলে অভিষেক ছাড়াও রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বরুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয়কুমার ঝা, জন ব্রিটাস। টোকিওর পরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল।