TRENDING:

Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের দরবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী বলল জাপান?

Last Updated:

Operation Sindoor: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টোকিও: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান। শুক্রবার, জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ফুকুশিরো নুকাগাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।
Abhishek Banerjee In Japan
Image:X Handle
Abhishek Banerjee In Japan Image:X Handle
advertisement

আরও পড়ুন: ভারতের উপর এত রাগ বাংলাদেশের? কলকাতার সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নিজের পায়েই কুড়ুল মারল ঢাকা!

ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে জাপানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠক করেন জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানের সঙ্গেও। সেখানেই যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানায় জাপান। জাপানের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডো এই বিষয়ে আশ্বাস দেন।

advertisement

শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দেখা করেন জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারের সঙ্গে। তিনিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতি জাপানের দৃঢ় সমর্থন রয়েছে বলে জানান।

আরও পড়়ুন: সতর্ক করেছিল ভারত, শোনেনি ঢাকা! হাসিনার পর টলমল ইউনূসের গদিও! নেপথ্যে কে এই জেনারেল ওয়াকার?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে ভারতের সাংসদের প্রতিনিধিদল। ভারত চায় পাকিস্তানের সন্ত্রাসবাদ কথা বিশ্ববাসীকে জানাতে। সেজন্যই একাধিক প্রতিনিধি দলে ভাগ হয়ে ৩২টি দেশে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধিদের একটি দল। দলে অভিষেক ছাড়াও রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বরুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয়কুমার ঝা, জন ব্রিটাস। টোকিওর পরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের দরবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! কী বলল জাপান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল