TRENDING:

True Hero: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত গাড়িতে আটকে পড়া কুকুরকে বাঁচিয়ে নেটিজেনদের নয়নের মণি এই আধিকারিক

Last Updated:

গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর ফোনে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাইকেল৷ ঘটনাস্থলে এসেই তিনি ব্যাটন দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করতে থাকেন৷(rescuing a dog from burning car)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলোরাডো : আমেরিকার কলোরাডো প্রদেশের এক প্রশাসক এখন নেটিজেনদের নয়নের মণি৷ কারণ? তিনি প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছেন এক সারময়েকে৷ গত ২২ জানুয়ারি এই ঘটনা ঘটেছে৷ ক্যামেরাবন্দি হয়েছে ওই উদ্ধারকর্তার বডিক্যামেরায়৷ রোমহর্ষক সেই ভিডিও শেয়ার করা হয়েছে ডগলাস কাউন্টি শেরিফের দফতরের অফিশিয়াল ফেসবুক পেজে৷ সেখানে ভিডিও-র পাশাপাশি ওই আধিকারিক মাইকেল গ্রেগরেকের সাক্ষাৎকারও দেখা যাচ্ছে৷ গাড়িতে আগুন ধরে যাওয়ার খবর ফোনে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাইকেল৷ ঘটনাস্থলে এসেই তিনি ব্যাটন দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করতে থাকেন৷(rescuing a dog from burning car)
advertisement

প্রথমে কাচ কিছুটা ভাঙতেই গাড়ি থেকে গলগলিয়ে বেরিয়ে আসতে থাকে ধোঁয়া৷ ওদিকে, গাড়ির মালিক চিৎকার করছেন তাঁর পোষ্য হ্যাঙ্কের নামে৷ চতুষ্পদটি আটকে পড়েছিল গাড়িতে৷ শেষ পর্যন্ত উদ্ধারকারীরা এসে গাড়ির ব্যাক উইন্ডশিল্ড ভেঙে ফেলতে সক্ষম হয়৷ গাড়ির মালিক হ্যাঙ্কের নাম ধরে আর্ত চিৎকার করতে থাকেন৷ ভাঙা কাচের ফাঁক দিয়ে তিনি চেষ্টাও করেন পোষ্যকে বার করে আনার৷ কিন্তু কালো ধোঁয়ার স্রোতে তাঁর সব চেষ্টা ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত তিনি হার মানতে বাধ্য হন৷

advertisement

আরও পড়ুন : ফেলে দেওয়া পোট্যাটো চিপসের বাতিল প্যাকেট দিয়ে তৈরি আস্ত শাড়ি! হতভম্ব নেটদুনিয়া

এর পর মাইকেলের উপর নির্ভর করা ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তিনি জ্বলন্ত গাড়ি থেকে বার করে আনেন কুকুর হ্যাঙ্ক-কে৷ অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েই মাইকেলের হাত থেকে মুক্ত হয়ে হ্যাঙ্ক ছুটে যায় বরফে কাছে৷ তপ্ত শরীরকে শীতল করতে৷

advertisement

আরও পড়ুন : বিয়ে না করেও ‘মা’, দেখুন দিশা পাটানির সন্তানদের

এখনও অবধি এই পোস্ট দেখা হয়েছে ৪.২ বিলিয়ন বারেরও বেশি৷ লাইক করেছেন ৮১০০ জনেরও বেশি নেটিজেন৷ এসেছে ৯৫৫-রও বেশি মন্তব্য৷

আরও পড়ুন : স্পার্ম কাউন্ট, যৌনক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে লবঙ্গের তেলে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নেটিজেনদের কাছে মাইকেল গ্রেগরেক প্রকৃত নায়ক৷ তাঁদের মতে, কুকুরকে ভালবাসতে অনেকেই পারেন৷ কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে খুব কম জনই পারেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
True Hero: প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত গাড়িতে আটকে পড়া কুকুরকে বাঁচিয়ে নেটিজেনদের নয়নের মণি এই আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল