প্রথমে কাচ কিছুটা ভাঙতেই গাড়ি থেকে গলগলিয়ে বেরিয়ে আসতে থাকে ধোঁয়া৷ ওদিকে, গাড়ির মালিক চিৎকার করছেন তাঁর পোষ্য হ্যাঙ্কের নামে৷ চতুষ্পদটি আটকে পড়েছিল গাড়িতে৷ শেষ পর্যন্ত উদ্ধারকারীরা এসে গাড়ির ব্যাক উইন্ডশিল্ড ভেঙে ফেলতে সক্ষম হয়৷ গাড়ির মালিক হ্যাঙ্কের নাম ধরে আর্ত চিৎকার করতে থাকেন৷ ভাঙা কাচের ফাঁক দিয়ে তিনি চেষ্টাও করেন পোষ্যকে বার করে আনার৷ কিন্তু কালো ধোঁয়ার স্রোতে তাঁর সব চেষ্টা ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত তিনি হার মানতে বাধ্য হন৷
advertisement
আরও পড়ুন : ফেলে দেওয়া পোট্যাটো চিপসের বাতিল প্যাকেট দিয়ে তৈরি আস্ত শাড়ি! হতভম্ব নেটদুনিয়া
এর পর মাইকেলের উপর নির্ভর করা ছাড়া আর কোনও উপায় ছিল না৷ তিনি জ্বলন্ত গাড়ি থেকে বার করে আনেন কুকুর হ্যাঙ্ক-কে৷ অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েই মাইকেলের হাত থেকে মুক্ত হয়ে হ্যাঙ্ক ছুটে যায় বরফে কাছে৷ তপ্ত শরীরকে শীতল করতে৷
আরও পড়ুন : বিয়ে না করেও ‘মা’, দেখুন দিশা পাটানির সন্তানদের
এখনও অবধি এই পোস্ট দেখা হয়েছে ৪.২ বিলিয়ন বারেরও বেশি৷ লাইক করেছেন ৮১০০ জনেরও বেশি নেটিজেন৷ এসেছে ৯৫৫-রও বেশি মন্তব্য৷
আরও পড়ুন : স্পার্ম কাউন্ট, যৌনক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক শারীরিক সমস্যার সমাধান লুকিয়ে লবঙ্গের তেলে
নেটিজেনদের কাছে মাইকেল গ্রেগরেক প্রকৃত নায়ক৷ তাঁদের মতে, কুকুরকে ভালবাসতে অনেকেই পারেন৷ কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে খুব কম জনই পারেন৷