TRENDING:

BIG BREAKING: লন্ডনে গ্রেফতার নীরব মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: প্রথম তাঁকে রাস্তায় ধরেন দ্য টেলিগ্রাফ-এর সাংবাদিক৷ তারপর আরও একবার তাঁকে রাস্তায় প্রশ্নের মুখে পড়তে হয় CNN News18-এর সাংবাদিকের৷ অবশেষে লন্ডনে গ্রেফতার করা হল পিএনবি জালিয়াতি কাণ্ডের মাথা হিরে ব্যবসায়ী নীরব মোদি৷ বুধবার তাঁকে গ্রেফতার করা হয়৷ আজই তোলা হবে আদালতে৷
advertisement

ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে নীরব মোদিকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে ইডি৷ সোমবারের সেই আবেদনের পরেই নীরব মোদিকে গ্রেফতার করা হল৷ ৪৮ বছরের নীরব মোদি যাতে আদালতে জামিন না পান, তাই তার আগেই প্রত্যর্পণের আবেদনের শুনানি শুরু করতে চাইছে ইডি৷

লন্ডনের রাস্তায় তাঁর মুখোমুখি CNN-News18-এর সাংবাদিক। ইতিমধ্যেই নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লন্ডনের আদালত। ইডি-র আবেদনের ভিত্তিতেই জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

advertisement

ভারতে ব্যাঙ্ক জালিয়াতির মামলায় ২৫ মার্চের আগেই নীরবকে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ভারতের হাতে প্রত্যার্পণের সম্ভাবনাও রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। এ নিয়ে সরাসরি নীরবকেই প্রশ্ন করেন সিএনএন নিউজ 18-এর সাংবাদিক। কিন্তু তার কোনও জবাব দেননি ১৩ হাজার কোটির ব্যাঙ্ক জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব।

আরও ভিডিও: নীরব মোদি লন্ডনের রাস্তায় কী বললেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
BIG BREAKING: লন্ডনে গ্রেফতার নীরব মোদি