আমেরিকার প্রায় ৩০০টি জায়গায় অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান লাইভ দেখানো হয়। এমনকী নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও দেখানো হয় সেই অনুষ্ঠান। লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য একাধিক জায়গায় বসানো হয়েছিল জায়েন্ট স্ত্রিন। হিন্দু মন্দিরগুলিতে এক সপ্তাহ ধরে চলবে নানা অনুষ্ঠান। বহু মানুষ টাইমস স্কোয়্যারে এদিন এই অনুষ্ঠানে যোগ দেন।
advertisement
মন্দির উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: রাম মন্দিরে মঙ্গলধ্বনি শুনতে বিভোর অমিতাভ-অভিষেক, দেখা নেই ঐশ্বর্যর
অন্যদিকে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, মরিসাসেও দেখানো হয়েছে রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। মরিসাসে মোট জনসংখ্যা ৪৮ শতাংশ হিন্দু। সেকারণে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল হওয়ার জন্য হিন্দু সরকারি কর্মীদের ২ ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে।