আরও পড়ুন- "জম্মু কাশ্মীর ইস্যুর নিষ্পত্তি" চান নতুন পাক প্রধানমন্ত্রী! ট্যুইট মোদিকে
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিস্ফোরণ না ঘটা অবস্থায় বিস্ফোরক প্রাথমিকভাবে পাওয়া গেলেও “এই মুহূর্তে আর কোনও সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই” বলেই সিটি পুলিশ ট্যুইটে জানিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, যে রক্তাক্ত অবস্থায় স্টেশনের মেঝেতে লুটিয়ে রয়েছেন যাত্রীরা। সাবওয়ের কর্মীরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
নিউইয়র্ক সিটির দমকল বিভাগ এখনও বিস্ফোরক ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জানায়নি। বিভাগ সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ ধোঁয়া দেখা দেওয়ায় একটি জরুরি ফোন পান তাঁরা। এই ভয়াবহ ঘটনার পরে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ ট্যুইট করে ব্রুকলিনের ৩৬ তম স্ট্রিট এবং চতুর্থ অ্যাভিনিউ এলাকা এড়িয়ে যেতে অনুরোধ করেছে স্থানীয়দের।
সাবওয়েগুলির পরিচালনার দায়ইত্বে থাকা মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি জানিয়েছে, ঘটনাটির তদন্ত করছে তারাও৷
আরও পড়ুন- হাসপাতালে হাহাকার! শ্রীলঙ্কায় নেই জীবনদায়ী ওষুধ, বন্ধ হয়ে যাচ্ছে অস্ত্রোপচারও
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, গুলি চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। “@POTUS-কে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে গুলি চালানো সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনে যে কোনও সহযোগিতার জন্য মেয়র অ্যাডামস এবং পুলিশ কমিশনার সিওয়েলের সঙ্গে যোগাযোগ করছেন,” ট্যুইটে লিখেছেন জেন সাকি।
অন্যদিকে, নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট ট্যুইটে ‘ভয়াবহ’ গুলি চালানোর ঘটনায় ‘অত্যন্ত বিরক্তি’ প্রকাশ করেছে।