TRENDING:

মানবদেহে নতুন অঙ্গের খোঁজ পেল বিজ্ঞানীরা

Last Updated:

গবেষণা চলছিল অনেকদিন ধরেই কিন্তু চোখের সামনে থাকলেও, ধরা পড়েনি এতদিন ৷ শেষমেশ সামনে এল মানবদেহের নতুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গবেষণা চলছিল অনেকদিন ধরেই কিন্তু চোখের সামনে থাকলেও, ধরা পড়েনি এতদিন ৷ শেষমেশ সামনে এল মানবদেহের নতুন অঙ্গ ৷ আর এর খোঁজ পেলেন লিমেরিক বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীরা!
advertisement

লিমেরিক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সামনে এসেছে মানুষের শরীরে আরও একটি অঙ্গ রয়েছে ৷ নতুন অঙ্গের নাম মেসেনটারি ৷ এত দিন এই মেসেনটারিকে ভাবা হত পৌষ্টিক তন্ত্রের কিছু আলাদা আলাদা ক্ষুদ্র অংশ হিসেবে। কিন্তু নতুন গবেষণার ফল নিশ্চিত ভাবে প্রমাণ করল, এটি একটি গোটা অঙ্গ। যদিও এই অঙ্গটির কাজ কী, তা নিয়ে অবশ্য এখনও স্পষ্ট নন বিজ্ঞানীরা।

advertisement

এতদিন পর্যন্ত মানবদেহে অঙ্গের সংখ্যা ছিল ৭৮টি৷ বিজ্ঞানীদের এই দাবি যথার্থ বলে প্রমাণিত হলে সে সংখ্যা বাড়তে চলেছে৷ কিন্তু এটিকে অঙ্গ হিসেবে বিবেচনা করে কী লাভ হবে মানবসভ্যতার? বিজ্ঞানীদের মতে, যদি এটিকে অঙ্গ হিসেবে ধরা হয় এবং এর কার্যাবলী ঠিকঠাক জানা যায়, তবে চিকিৎসা জগতে বিপ্লব আসতে পারে৷ বিজ্ঞানের দুনিয়ায় সেক্ষেত্রে নতুন একটি দরজা খুলে যাবে বলেই অভিমত তাঁদের৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মানবদেহে নতুন অঙ্গের খোঁজ পেল বিজ্ঞানীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল