জানা গিয়েছে, নেদারল্যান্ডের এক রোগীকে ওষুধের পাশাপাশি কলগার্লের সঙ্গে সেক্স করার পরামর্শ দিয়েছিলেন ডাক্তার ৷ সরকারের নিয়ম অনুযায়ী, কলগার্লের সঙ্গে সেক্স করার জন্য যে খরচা লাগবে তা নিজের স্বাস্থ্য বীমার মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে ৷ এমনকী সরকারের তরফে যে চিকিৎসার জন্য টাকা দেওয়া হয় তার সেখান থেকেও এই বিষয়টি দেখিয়ে টাকা পেতে পারেন রোগী ৷
advertisement
বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, নেদারল্যান্ডে রোগীদের এই বিশেষ সুবিধার দেওয়ার পর থেকেই জার্মানিতেও এর দাবি জানানো হয়েছে ৷ ২০০২ সাল থেকে জার্মানিতে দেহব্যবসাকে বৈধ্য করা হয়েছে ৷
জার্মানির কয়েকজনের বক্তব্য যে কেউ যদি গুরুতরভাবে অসুস্থ হয়ে থাকেন এবং টাকা দিয়ে কলগার্লদের সঙ্গে সেক্স করতে হয় তাহলে সেই টাকা সরকারের তরফে দেওয়া উচিৎ ৷
কিন্তু সুবিধার অপব্যবহার করার প্রবণতা বেড়ে যেতে পারে মানুষের মধ্যে ৷ তাই প্রথমে তাদের এটা প্রমাণ করতে হবে যে তারা সত্যিই অসুস্থ ৷ এবং সুস্থ হয়ে ওঠার জন্য সেক্স করতেই হবে কিন্তু তার জন্য পয়সা নেই তাদের কাছে ৷