সোশ্যাল মিডিয়া ব্যান ঘিরে ১৯ জনের মৃত্যু পর কিছুটা হলেও শান্ত হয়েছে। এরপর থেকেই বন্ধ রাখা হয়েছিল নেপালের ত্রিভুবন বিমানবন্দর। মঙ্গলবার রাত দশটা থেকে দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পথে নামে সেনা। বিমানবন্দরের দখল নিয়েছিল সেনাবাহিনী। বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল বুধবার বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
advertisement
এই প্রসঙ্গে, নেপালের অসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। যে সকল যাত্রীরা ত্রিভুবন বিমানবন্দরে আটকে রয়েছেন তারা নির্দিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। নেপালে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”
এর আগে বেশ কিছু বিমান স্থগিত রাখা হয়েছিল। বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু রুটের বিমান চলাচল। সেনা শান্তিরক্ষার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। তবুও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে।