বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
আরও পড়ুন– টেক অফের সময়েই দুর্ঘটনা ! নেপালে ১৯ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
কাঠমান্ডু থেকে বিমানটি পোখরার (Pokhara) উদ্দেশে রওনা হয়েছিল বুধবার সকালে ৷ ১১টা নাগাদ টেক অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে ৷ দুর্ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ বিমানটি ‘টেক অফ’-এর কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় বিমানটিতে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় সৌর্য এয়ারলাইন্সের বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের পরিষেবা। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
সৌর্য এয়ারলাইন্স নেপালে ডোমেস্টিক রুটেই বিমান চলাচল করে ৷ সংস্থার কাছে মাত্র ৩টি বিমান রয়েছে ৷ প্রত্যেকটি বিমানই ৫০ আসন বিশিষ্ট Bombardier CRJ 200 এয়ারক্রাফ্ট ৷