TRENDING:

Nepal Plane Missing: রহস্যজনক! ২০১৬ সালেও একইভাবে যাত্রী নিয়ে উধাও হয়েছিল নেপালের বিমান, মর্মান্তিক পরিণতি!

Last Updated:

Nepal Tara Air Plane Missing: ২০১৬ সালে তারা এয়ারের একটি টুইন অটার টার্বোপ্রপ বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পশ্চিমাঞ্চলীয় মায়াগদি জেলায় ধ্বংস হয়। এতে ২৩ জন যাত্রী নিহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নেপাল: পোখরা থেকে আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ নেপালের একটি বেসরকারি এয়ারলাইন পরিচালিত ছোট যাত্রীবাহী বিমান! রবিবার সকালের এই ঘটনা ইতিমধ্যেই আশঙ্কা বাড়িয়েছে নেপাল সহ বিশ্বের।  রবিবার সকালের 9N-AET বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সূত্রে জানা গিয়েছে, তারা এয়ার বিমানটি পোখরা থেকে সকাল ৯.৫৫ তে রওনা দেয় এবং মুস্তাং-এয়ারস্পেসে ঢোকার ১৫ মিনিট পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে ৬ বছর আগের ঠিক এমনই এক মর্মান্তিক ঘটনার কথা। ২০১৬ সালে তারা এয়ারের একটি টুইন অটার টার্বোপ্রপ বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পশ্চিমাঞ্চলীয় মায়াগদি জেলায় ধ্বংস হয়। এতে ২৩ জন যাত্রী নিহত হন। তিনজন ক্রু ছাড়াও, একজন চিনের, একজন কুয়েতের নাগরিক সহ ২০ জন যাত্রী মর্মান্তিক এই বিমান দুর্ঘটনার শিকার হন।
Nepal Tara Air Plane Missing
Nepal Tara Air Plane Missing
advertisement

আরও পড়ুন- ছুটির দিনে ঝোড়ো হাওয়া-বজ্রপাত! ২/৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে এই জেলাগুলিতে

এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, টুইন অটার ৯এন-এইটি বিমানটিতে চারজন ভারতীয় নাগরিক (যারা মুম্বাই থেকে এসেছেন) ছাড়াও দুই জার্মান এবং ১৩ জন নেপালি যাত্রী ছিলেন। সকাল ১০ টা ১৫ মিনিটে পশ্চিম পাহাড়ি অঞ্চলের জোমসম বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা ছিল। পোখরা-জোমসোম বিমানপথের ঘোরপানির উপরে আকাশ থেকেই টাওয়ারের সঙ্গে ওই বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে এক সূত্র।

advertisement

advertisement

জোমসোম বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মতে, জোমসোমের ঘাসায় একটি বিকট শব্দ শোনা গিয়েছে বলে খবর এসেছে যদিও তা নিশ্চিত করা যায়নি। নিখোঁজ বিমানের সন্ধানে নেপাল সরকার মুস্তাং ও পোখরা থেকে দু’টি বেসরকারি হেলিকপ্টার মোতায়েন করেছে। স্থলপথে অনুসন্ধান চালাতে নেপাল সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

advertisement

আরও পড়ুন- ভক্তি দেখাতে গিয়ে পরিচ্ছন্নতা ভুলবেন না: তীর্থস্থানে দূষণ নিয়ে মোদির মন কি বাত!

নেপালে ‘বিস্তৃত অভ্যন্তরীণ ফ্লাইট নেটওয়ার্ক’ রয়েছে তারা এয়ারের৷ “নেপালের অন্য কোনও এয়ারলাইন দূরবর্তী STOL (শর্ট টেকঅফ এবং ল্যান্ডিং) সেক্টরে আমাদের মতো ব্যাপকভাবে এবং ঘন ঘন যাতায়াত করে না। আমরা খাদ্যশস্য, ওষুধ, ত্রাণ সামগ্রী সহ অন্তঃস্থ অঞ্চলে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করি এবং উদ্ধারের উদ্দেশ্যে বিমান পরিচালনা করি,” বলা হয়েছে তারা এয়ারলাইন্সের ওয়েবসাইটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বতের আবাসস্থল। এর আগেও বিমান দুর্ঘটনার সাক্ষী রয়েছে নেপালের আকাশপথ। বিশেষ করে পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পর্বতের অবস্থানের কারণে এই এলাকার আকাশে বিমান চালানো ঝুঁকিপূর্ণই।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Plane Missing: রহস্যজনক! ২০১৬ সালেও একইভাবে যাত্রী নিয়ে উধাও হয়েছিল নেপালের বিমান, মর্মান্তিক পরিণতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল