TRENDING:

Nepal Gen Z: ফের আগুন জ্বলছে নেপালে! জারি কার্ফু...Gen Z-র সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ওলি-র সমর্থকদের

Last Updated:

একটি বিবৃতি জারি করে কার্কি বলেন, ‘‘আমি স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশ দিয়েছি এবং নিরাপত্তা সংক্রান্ত এজেন্সিগুলিকে কড়া হাতে বিষয়টি নিয়ন্ত্রণ করতে বলেছি৷ যাতে শান্তি বজায় থাকে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কাঠমান্ডু: ফের অশান্ত নেপাল৷ সদ্য প্রাক্তন হয়ে যাওয়া শাসক দলের সমর্থক এবং Gen Z বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ৷ জ্বলছে আগুন৷ হিংসার ঘটনার জেরে নেপালের বারা জেলায় যে কোনও রকমের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

advertisement

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী নেপাল ইউনিফায়েড মার্কিস্ট লেনিনিস্ট (CPN-UML)-এর কে পি শর্মা ওলির সমর্থক ও Gen Z-র সদস্যদের মধ্যে সবেচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে ৮টা পর্যন্ত এলাকায় কার্ফু জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে জেলা প্রশাসন৷

advertisement

আরও পড়ুন: গামছা উড়িয়ে বিহার পর্বের ‘সমাপ্তি’ ঘোষণা নরেন্দ্র মোদির! পরিচিত দৃশ্য দেখে জয়োল্লাস জনতার, পাশে দাঁড়িয়ে নীতীশ

অশান্তির সূত্রপাত হয় চলতি সপ্তাহের শুরুর দিকে৷ নেপালের ওলি সরকারকে ক্ষমতাচ্যুত করে দিয়েছিল যে Gen Z বিক্ষোভ, তার সদস্যদের সঙ্গে সম্প্রতি মুখোমুখি বিতণ্ডা শুরু হয় UML সমর্থকদের৷ যা এদিনের অশান্ত পরিস্থিতি পর্যন্ত গড়িয়েছে

advertisement

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফেল সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে, কেউ-ই গুরুতর আহত নন৷’’

আরও পড়ুন: রাজ্যপাল, রাষ্ট্রপতিকে বিল অনুমোদনের জন্য সময় বেঁধে দেওয়া যায় না, বিশদে ব্যাখ্যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

advertisement

অন্যদিকে, সকলকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন, নেপালের নব নিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি৷ সতর্ক করেছেন, যাতে তাঁরা গণতান্ত্রিক পদ্ধতির উপরে আস্থা না হারান৷ ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন৷

একটি বিবৃতি জারি করে কার্কি বলেন, ‘‘আমি স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশ দিয়েছি এবং নিরাপত্তা সংক্রান্ত এজেন্সিগুলিকে কড়া হাতে বিষয়টি নিয়ন্ত্রণ করতে বলেছি৷ যাতে শান্তি বজায় থাকে৷’’

নেপালের বারা জেলার গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ বিষয়টি যাতে রাজনৈতিক অস্থিরতার দিকে না গড়ায় সে দিকে নজর রাখছে স্থানীয় জেলা প্রশাসন৷

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের মৃত্যুর ইতিহাস মুছে ফেলতে শূলি পুকুর হয়ে উঠল 'জীবন সায়র'
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen Z: ফের আগুন জ্বলছে নেপালে! জারি কার্ফু...Gen Z-র সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ওলি-র সমর্থকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল