শ্রী মুরলী মনোহর টাউন স্নাতকোত্তর কলেজ, বালিয়ার মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক অশোক কুমার সিং বলেন, সম্মেলন চলাকালীন নেপালে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে ভারতীয় প্রতিনিধিদলের যাত্রা কঠিন হয়ে পড়েছিল। ৯ সেপ্টেম্বর, ২০২৫-এ দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় এবং অস্থিরতা দেখা দেয়। প্রতিনিধিদলের একই দিনে ভারতে ফেরার একটি ফ্লাইট ছিল, কিন্তু রাজধানীতে চলমান অস্থিরতার কারণে পথে প্রতি ১০০ মিটার অন্তর বাধার সৃষ্টি হয়। অবশেষে সকল সদস্য পায়ে হেঁটে বিমানবন্দরের দিকে রওনা হন এবং কোনওভাবে সেখানে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর দেখা যায় যে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
কোনওভাবে সকল সদস্য রাত ৮টায় হোটেলে ফিরে আসেন, যা পশুপতিনাথ মন্দির এলাকায় অবস্থিত। তাঁরা বেশ কয়েকবার ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেন, সেই সময় বাইরে কারফিউ জারি ছিল। সেনাবাহিনীর অনুমতি ছাড়া বাইরে বেরনো নিষিদ্ধ। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।
যদিও প্রতিনিধিদলটি বর্তমানে নিরাপদে ভারতে পৌঁছেছে৷ সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সুরক্ষিত উপায়ে ফিরে আসার জন্য৷