TRENDING:

Nepal Air Crash: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর

Last Updated:

১৬ বছর আগে ২০০৬ সালের ২১ জুন নেপালেই একটি বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল অঞ্জুর স্বামী দীপক পোখরেলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পোখরা: কী বলা যায় একে, নিয়তি নাকি মর্মান্তিক সমাপতন? দশ বছর আগে এমনই এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তাঁর স্বামী। তিনিও ছিলেন বিমানের কো পাইলট। ঘটনাচক্রে সেটিও ছিল এই ইয়েতি এয়ারলাইন্সেরই একটি বিমান।
রবিবার বিমান দুর্ঘটনায় নিহত কো পাইলট অঞ্জু খাতিওয়াড়া।
রবিবার বিমান দুর্ঘটনায় নিহত কো পাইলট অঞ্জু খাতিওয়াড়া।
advertisement

দশ বছর পরে একই ভাবে প্রাণ হারালেন অঞ্জু খাতিওয়াড়া। রবিবার নেপালে ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের অভিশপ্ত এটিআর বিমানের কো পাইলট ছিলেন অঞ্জু। স্বামীর মতোই একই ভাবে প্রাণ গেল তাঁর। শুধু তাই নয়, স্বপ্নপূরণের মাত্র কয়েক সেকেন্ড আগেই থেমে গেল অঞ্জুর যাত্রা। কারণ এই বিমানটি সফল ভাবে অবতরণ করাতে পারলেই কো পাইলট থেকে ক্য়াপ্টেন হিসেবে উন্নীত হতেন অঞ্জু। যা ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।

advertisement

আরও পড়ুন: 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর

রবিবার নেপালের পোখরায় ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ বিমানটির পাইলট ছিলেন কমল কে সি। আর অঞ্জু ছিলেন কো পাইলট। কো পাইলট হিসেবে এটিই ছিল তাঁর শেষ উড়ান। কমল কে সি অঞ্জুর প্রশিক্ষকও ছিলেন।

advertisement

ঘটনাচক্রে ১৬ বছর আগে ২০০৬ সালের ২১ জুন নেপালেই একটি বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল অঞ্জুর স্বামী দীপক পোখরেলের। তিনিও ছিলেন ইয়েতি এয়ারলাইন্সের সেই বিমানের কো পাইলট। সেই দুর্ঘটনায় মৃত্য়ু হয় ৬ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মীর। অঞ্জুর মৃত্য়ুও হল একই ভাবে।

রবিবার সফল ভাবে বিমান নিয়ে অবতরণ করতে পারলেই স্বপ্নপূরণ হত অঞ্জুর। স্বামীর মৃত্য়ুর পরেও যে স্বপ্নের পথ থেকে সরে আসেননি তিনি। এর আগে সবক্ষেত্রেই কো পাইলট হিসেবে সফল ভাবে নেপালের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছেন অঞ্জু। কিন্তু স্বপ্নপূরণের শেষ ধাপেই তাঁর নিয়তিতে হয়তো অন্য় কিছু লেখা ছিল।

advertisement

আরও পড়ুন: মাঝ আকাশেই বিমানে আগুন! দেখুন নেপাল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও

কো পাইলট থেকে পাইলট বা ক্য়াপ্টেন পদে উন্নীত হওয়ার জন্য় অন্তত ১০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকা প্রয়োজন। রবিবার পোখরার নতুন বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের এই বিমান নিয়ে অবতরণ করতে পারলেই সেই মাপকাঠি পেরিয়ে যেতেন অঞ্জু। বিমান অবতরণের জন্য় খুব বেশি হলে আর দশ সেকেন্ড সময় লাগত। কিন্তু মুহূর্তের মধ্য়ে তালগোল পাকিয়ে গেল সবকিছু। অভিশপ্ত বিমানের আগুনের মধ্য়েই পুড়ে ছাই হয়ে গেল অঞ্জু স্বপ্ন।

advertisement

কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে নানা মত উঠে আসছে। পাইলটের ভুল ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। রবিবার ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানের যিনি পাইলট ছিলেন, সেই কমল কে সি-র বিমান ওড়ানোয় ৩৫ বছরের অভিজ্ঞতা ছিল। অতীতে বহু শিক্ষনবিশ পাইলটদের পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। যাঁরা আজ সফল ভাবে পাইলট হিসেবে পরিচিত।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রবিবার নেপালের ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা প্রত্য়েকেরই মৃত্য়ু হয়েছে। এর মধ্য়ে ৬৮ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মী।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Air Crash: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল