দশ বছর পরে একই ভাবে প্রাণ হারালেন অঞ্জু খাতিওয়াড়া। রবিবার নেপালে ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের অভিশপ্ত এটিআর বিমানের কো পাইলট ছিলেন অঞ্জু। স্বামীর মতোই একই ভাবে প্রাণ গেল তাঁর। শুধু তাই নয়, স্বপ্নপূরণের মাত্র কয়েক সেকেন্ড আগেই থেমে গেল অঞ্জুর যাত্রা। কারণ এই বিমানটি সফল ভাবে অবতরণ করাতে পারলেই কো পাইলট থেকে ক্য়াপ্টেন হিসেবে উন্নীত হতেন অঞ্জু। যা ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।
advertisement
আরও পড়ুন: 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
রবিবার নেপালের পোখরায় ভেঙে পড়া ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ বিমানটির পাইলট ছিলেন কমল কে সি। আর অঞ্জু ছিলেন কো পাইলট। কো পাইলট হিসেবে এটিই ছিল তাঁর শেষ উড়ান। কমল কে সি অঞ্জুর প্রশিক্ষকও ছিলেন।
ঘটনাচক্রে ১৬ বছর আগে ২০০৬ সালের ২১ জুন নেপালেই একটি বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল অঞ্জুর স্বামী দীপক পোখরেলের। তিনিও ছিলেন ইয়েতি এয়ারলাইন্সের সেই বিমানের কো পাইলট। সেই দুর্ঘটনায় মৃত্য়ু হয় ৬ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মীর। অঞ্জুর মৃত্য়ুও হল একই ভাবে।
রবিবার সফল ভাবে বিমান নিয়ে অবতরণ করতে পারলেই স্বপ্নপূরণ হত অঞ্জুর। স্বামীর মৃত্য়ুর পরেও যে স্বপ্নের পথ থেকে সরে আসেননি তিনি। এর আগে সবক্ষেত্রেই কো পাইলট হিসেবে সফল ভাবে নেপালের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেছেন অঞ্জু। কিন্তু স্বপ্নপূরণের শেষ ধাপেই তাঁর নিয়তিতে হয়তো অন্য় কিছু লেখা ছিল।
আরও পড়ুন: মাঝ আকাশেই বিমানে আগুন! দেখুন নেপাল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও
কো পাইলট থেকে পাইলট বা ক্য়াপ্টেন পদে উন্নীত হওয়ার জন্য় অন্তত ১০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকা প্রয়োজন। রবিবার পোখরার নতুন বিমানবন্দরে ইয়েতি এয়ারলাইন্সের এই বিমান নিয়ে অবতরণ করতে পারলেই সেই মাপকাঠি পেরিয়ে যেতেন অঞ্জু। বিমান অবতরণের জন্য় খুব বেশি হলে আর দশ সেকেন্ড সময় লাগত। কিন্তু মুহূর্তের মধ্য়ে তালগোল পাকিয়ে গেল সবকিছু। অভিশপ্ত বিমানের আগুনের মধ্য়েই পুড়ে ছাই হয়ে গেল অঞ্জু স্বপ্ন।
কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা নিয়ে নানা মত উঠে আসছে। পাইলটের ভুল ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। রবিবার ইয়েতি এয়ারলাইন্সের ওই বিমানের যিনি পাইলট ছিলেন, সেই কমল কে সি-র বিমান ওড়ানোয় ৩৫ বছরের অভিজ্ঞতা ছিল। অতীতে বহু শিক্ষনবিশ পাইলটদের পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। যাঁরা আজ সফল ভাবে পাইলট হিসেবে পরিচিত।
রবিবার নেপালের ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা প্রত্য়েকেরই মৃত্য়ু হয়েছে। এর মধ্য়ে ৬৮ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মী।