Nepal plane crash: মাঝ আকাশেই বিমানে আগুন! দেখুন নেপাল দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রবিবার সকাল ১০টা ৩২ মিনিটে কাঠমাণ্ডু থেকে ৬৮ জন যাত্রী নিয়ে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি (Nepal plane crash)। বিমানে ৪ জন বিমানকর্মীও ছিলেন। দুর্ঘটনায় প্রায় কারোরই বেঁচে থাকার আশঙ্কা নেই বলে মনে করছেন উদ্ধারকারীরা।
#নেপাল: নেপালের পোখরায় মাঝ আকাশেই বিমানে আগুন। ৭২ জন যাত্রীকে নিয়ে মাটিতে ভেঙে পড়ল বিমান। পরিষ্কার আবহাওয়ায় অবতরণের ঠিক আগে কী ভাবে দুর্ঘটনা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
রবিবার সকাল ১০টা ৩২ মিনিটে কাঠমাণ্ডু থেকে ৬৮ জন যাত্রী নিয়ে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। বিমানে ৪ জন বিমানকর্মীও ছিলেন। দুর্ঘটনায় প্রায় কারোরই বেঁচে থাকার আশঙ্কা নেই বলে মনে করছেন উদ্ধারকারীরা।
আরও পড়ুন: 'ভোটের পর উধাও' বিধায়ক গ্রামে গেলেন 'দিদির দূত' হয়ে, ঢুকতেই বাঁধল গোল! চরম কাণ্ড
এর মধ্যেই সামনে এসেছে দুর্ঘটনার আগে বিমানের শেষ মুহূর্তের ভিডিও।
advertisement
advertisement
Video of what seems to be moments before the crash of Yeti Airlines🇳🇵 ATR72 carrying 72 passengers near Pokhara Airport#aerowanderer #aviation #avgeek #nepal #yetiairlines pic.twitter.com/hk12Edlvpf
— Aerowanderer (@aerowanderer) January 15, 2023
৩২ ফুট উচ্চতা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পরেই গোটা বিমানেই দাউ দাউ করে আগুন লেগে যায়। প্রথমেই বিমানযাত্রীদের উদ্ধারে নামে এলাকাবাসী। তার পরে হাত লাগায় প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, পোখরা পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝেই ভেঙে পড়েছিল বিমানটি।
advertisement
ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানে উপস্থিত ৫ ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা। ৫ ভারতীয় ছাড়াও দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন ৪ রুশ, ১ আইরিশ, ২ দক্ষিণ কোরীয় যাত্রী।
#WATCH | A passenger aircraft crashed at Pokhara International Airport in Nepal today. 68 passengers and four crew members were onboard at the time of crash. Details awaited. pic.twitter.com/DBDbTtTxNc
— ANI (@ANI) January 15, 2023
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
ঘটনার খবর পাওয়া মাত্রই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। বৈঠকে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ঊর্ধ্বতন আধিকারিকেরা। তারপরেই তিনি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। গোটা উদ্ধারকাজ প্রক্রিয়া সেখান থেকেই পর্যবেক্ষণ করেন তিনি।
advertisement
গত কয়েক বছরে নেপালে কমপক্ষে ২৭টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত ৬ মাসের মধ্যে পোখরা এলাকায় এ নিয়ে ২ টি বিমান দুর্ঘটনা ঘটল। বারবার কেন ঘটছে এই দুর্ঘটনা?
এদিন আবহাওয়া ভালই ছিল পোখরায়। কোনও ভৌগোলিক জটিলতারও মুখোমুখি হতে হয়নি বিমানের চালককে। তাই দুর্ঘটনার পিছনে কোনও বড় ধরনের যান্ত্রিক কারণ ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাশাপাশি, বিমানের স্বাস্থ্য়পরীক্ষায় নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি তৈরির কথা ভাবছে নেপাল সরকার। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই নিশ্চিত ভাবে জানা যাবে বলে জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 15, 2023 1:53 PM IST