২০০৬ সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয় নিউ হরাইজন্স-কে৷ এর পর ২০১৫ সালের জুলাই মাসে এটি পৌঁছয় প্লুটোর কাছে৷ মহাকাশ গবেষণার ইতিহাসে নিউ হরাইজন্স-ই প্রথম যে প্লুটো এবং তার চাঁদের পার্শ্ববর্তী অংশ দিয়ে উড়ে গিয়েছে৷ নিউ হরাইজন্সের পাঠানো প্লুটোর হৃদয়-হিমবাহের ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে মন্তব্যের স্রোতে৷ অজস্রবার শেয়ার করা হয়েছে ছবিটি৷
advertisement
প্রসঙ্গত সৌর মণ্ডলে প্লুটোকে আগে নবম গ্রহ বলে ধরা হত৷ ২০০৬ সালে গ্রহের তকমা হারায় প্লুটো৷ পরিবর্তে তার নতুন পরিচয় হয় ‘বামন গ্রহ’৷ দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা The International Astronomical Union (IAU) প্লুটোর পরিচয় খর্ব করে৷ সংস্থার মতে, আদর্শ গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য নেই প্লুটোর৷
বর্তমানে প্লুটো মাত্র ১৪০০ মাইল বা ২২৫০ কিমি চওড়া৷ যা প্রস্থের পরিমাপের দিক দিয়ে আমেরিকা মহাদেশের তুলনায় অর্ধেক৷ প্লুটোতে গড় তাপমাত্রা -৩৮৭ ফারেনহাইট বা -২৩২ সেলসিয়াস৷ প্লুটোর ভূভাগ আবৃত মিথেন ও নাইট্রোজেনের তৈরি তুষারে৷