TRENDING:

Modi on Trump: চাপে পড়ে সমঝোতায় আসতেই হচ্ছে ট্রাম্পকে! ভারতকে নরম বার্তার পরে, এবার মোদিও পাল্টা জানালেন...

Last Updated:

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প গভার রাতে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জানাতে ভাল লাগছে যে ভারত এবং আমেরিকা আবার বাণিজ্য সমঝোতার পথে আলোচনা করছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সব কিছুই ‘শেষ’ হয়ে যায়নি ভারত এবং আমেরিকার মধ্যে৷ ডোনাল্ড ট্রাম্প সুর নরম করার পরে এবার নরেন্দ্র মোদির তরফেও এল বার্তা৷ ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, আমেরিকা ভারতের ‘ঘনিষ্ঠ বন্ধু’ এবং ‘সহজাত সঙ্গী’৷ দু’দেশের বাণিজ্য চুক্তি নিয়েও খুব শীঘ্রই আলোচনা হবে বলে আভাস দিয়েছেন মোদি৷
News18
News18
advertisement

ডোনাল্ড ট্রাম্প যে সোশ্যাল মিডিয়া পোস্টে ভারত-আমেরিকার মধ্যে বরফ গলার আভাস দিয়েছিলেন, মোদি সেই পোস্ট রিশেয়ার করে লিখেছেন, তিনি নিশ্চিত ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি একটা ভাল জায়গায় পৌঁছবে, তাতে দু’দেশের জন্যই নবদিগন্ত উন্মোচিত হবে৷

আরও পড়ুন: বাংলাদেশের পথেই হাঁটছে নেপাল? অগ্নিগর্ভ অবস্থা, চলছে গুলি…হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহতদের অনেকের পরিচয় পর্যন্ত জানা যাচ্ছে না

advertisement

মোদি লেখেন, ‘ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং সহজাত পার্টনার৷ আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি ভারত-আমেরিকার সম্পর্ককে আরও দৃঢ় করবে৷ আমাদের টিম এই চুক্তি ফাইনালাইজ করার চেষ্টা করছে৷’

মোদি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার দিকে তাকিয়ে আছি৷ আমরা আমাদের দু’দেশের মানুষের জন্যই একসাথে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব৷’

আরও পড়ুন: মাথা নত করতেই হল! খারাপের দিকে যাচ্ছিল নেপালের পরিস্থিতি…১৯ জনের মৃত্যু, অবশেষে প্রধানমন্ত্রী ওলি জানালেন…

advertisement

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প গভার রাতে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জানাতে ভাল লাগছে যে ভারত এবং আমেরিকা আবার বাণিজ্য সমঝোতার পথে আলোচনা করছে৷ আমি আমার খুব ভাল বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামী সপ্তাহে কথা বলার জন্য মুখিয়ে আছি৷ আমি নিশ্চিত আমাদের দু’দেশ সফল কোনও সমঝোতায় আসতে পারবে৷’

বাংলা খবর/ খবর/বিদেশ/
Modi on Trump: চাপে পড়ে সমঝোতায় আসতেই হচ্ছে ট্রাম্পকে! ভারতকে নরম বার্তার পরে, এবার মোদিও পাল্টা জানালেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল