TRENDING:

First Hindu temple in Abu Dhabi: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন মোদি, করলেন আরতি

Last Updated:

দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবু ধাবি: আবু ধাবিতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এটিই আবু ধাবির আমিরশাহির প্রথম হিন্দু মন্দির৷ এই মন্দিরের উদ্বোধনের পরই কাতারের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী৷
আবু ধাবির মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ছবি- এএনআই
আবু ধাবির মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ছবি- এএনআই
advertisement

আবু ধাবির আবু মুরেইখাহতে ২৭ একর জমির উপর তৈরি হয়েছে এই বিএপিএস মন্দির৷ যার পুরো নাম বোচাসনওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির৷ ২০১৯ সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়৷

আরও পড়ুন: হামাস-ইজরায়েল সংঘাতের মধ্যেই বড়সড় পদক্ষেপ! গুরুত্বপূর্ণ চুক্তি সারলেন মোদি

সংযুক্ত আরব আমিরশাহি সরকারই এই মন্দিরের জন্য জমি দান করেছে৷ দুবাইতে তিনটি হিন্দু মন্দির ছিল৷ তবে গোটা উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম মন্দির হিসেবে গড়ে তোলা হয়েছে এই বিএপিএস মন্দিরকে৷

advertisement

গত মাসে অযোধ্যায় রাম মন্দিরে রাম লালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদির হাত দিয়ে৷ এ দিন আবু ধাবিতেও বিএপিএস মন্দিরের উদ্বোধন করে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সংযুক্ত আরব আমিরশাহি সফর গিয়ে সেদেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ পরে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী ভারতীয়দের সামনে একটি অনুষ্ঠানে মোদি বলেন, এখানে উপস্থিত প্রত্যেকের হৃদয় বলছে, ভারত-ইউএই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
First Hindu temple in Abu Dhabi: আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন মোদি, করলেন আরতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল