পাকিস্তানি মিডিয়া রিপোর্টস অনুযায়ী, করাচি বিমানবন্দরে ল্যান্ড করার কিছুটা আগে জিন্নাহ গার্ডেন এলাকার মডেল কলোনিতে বিমানটি ভেঙে পড়ে ৷ দুর্ঘটনার জেরে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়ে ৷ আতঙ্কিত এলাকাবাসীরা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ৷ ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র ৷ দুর্ঘটনাস্থলে উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন পাক রেঞ্জার্স সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ বিমান দুর্ঘটনায় ওই এলাকায় অসংখ্য বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ার আগে পাইলট জানিয়েছিলেন যে প্ল্যানে যান্ত্রিক ক্রুটি রয়েছে ৷
advertisement
পাকিস্তানে হওয়া এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷