আরও পড়ুনঃ ২০২৪-এ পাসপোর্ট রিনিউ? দেখে নিন নির্দেশিকা, ফি, প্রয়োজনীয় নথি এবং অনলাইন উপায়
কাতারের সরকারি সফরে বুধবার রাতে দোহায় পৌঁছেছেন মোদি। এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় কাতার সফর। প্রথম কাতার যান ২০১৬ সালের জুন মাসে। কাতারের প্রধান শেখ তামিম বিন হামাদ আলি থানের সঙ্গে বৈঠকের পর এক্স প্ল্যাটফর্মে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী @MBA_AlThani-এর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। ভারত-কাতার বন্ধুত্বকে কীভাবে আরও বাড়ানো যায়, সেই নিয়ে আলোচনা হল’।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করবেন। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
প্রধানমন্ত্রী মোদির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন কাতারের প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহিতে দুদিনের ঝটিকা সফর শেষ করে দোহায় পৌঁছেছেন মোদি। সংযুক্ত আরব আমিরশাহিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এবং প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। পাশাপাশি UAE-র মাটিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধনও করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দোহায় ৮ লাখের বেশি ভারতীয় সম্প্রদায়ের উপস্থিতি আমাদের জনগণের মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রমাণ।’
মিডিয়া ব্রিফিংয়ে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেন, ‘কাতারে রয়েছেন প্রায় ৮ লাখ ৪০ হাজার ভারতীয়। কাতারের ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতীয়রা মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ।’
২০১২ সালের একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, কাতারের মোট প্রবাসী ভারতীয়র ৬০ থেকে ৭০ শতাংশ নির্মাণ এবং অদক্ষ বা অসংগঠিত পেশার সঙ্গে যুক্ত। বাকিরা পেশাদার বা ব্যবসায়ী, যাকে বলে ‘হোয়াইট কলার জব’।
পেশাগত ডোমেনে, কাতারের বেশিরভাগ ভারতীয় ‘ইঞ্জিনিয়ার, চিকিৎসা, মিডিয়া, তথ্যপ্রযুক্তি (সফটওয়্যার বা হার্ডওয়্যার), শিক্ষক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার এবং স্থপতি’ হিসাবে নিবন্ধিত, গবেষণাপত্রে বলা হয়েছে।
মানিকন্ট্রোল-এর একটি প্রতিবেদনে ‘ওপেনএডিট’ জার্নালের গবেষণাপত্রের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, কাতারে বসবাসরত ভারতীয়দের ৫০ শতাংশ কেরলের বাসিন্দা।