ভারত শূন্য কার্বন নিঃসরণের (India Targets Zero Carbon Emission by 2070) জন্য ২০৭০ সালের লক্ষ্যমাত্রা নিলেও চিন ২০৬০ সালের মধ্যেই তা করে দেখানোর কথা জানিয়েছে৷ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে ২০৫০ সাল পর্যন্ত সময় নিয়েছে৷
আরও পড়ুন: জি২০ সম্মেলনে 'বন্ধু' বিশ্বনেতাদের সঙ্গে খোশমেজাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন
advertisement
গাছ লাগিয়ে, উন্নত প্রযুক্তির ব্যবহারে বাতাস থেকে গ্রিন হাউস গ্যাসগুলিকে সম্পূর্ণ রূপে মুছে দেওয়াকেই শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা বলা হচ্ছে৷
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যেই বিদ্যুতের পঞ্চাশ শতাংশ চাহিদাই পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে মিটিয়ে ফেলবে ভারত৷ ২০৩০ সালের মধ্যেই ভারতের কার্বন নিঃসরণ আরও এক বিলিয়ন টন কমিয়ে ফেলারও দাবি করেন প্রধানমন্ত্রী৷
বিশেষজ্ঞদের মতে, ২০৫০ সালের মধ্যেই গোটা পৃথিবীতে কার্বন নিঃসরণের মাত্রা শূন্য করে ফেলা উচিত৷ তা না হলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিকগুলি থেকে কেউ বাঁচবে না৷ ২০৩০ সালের মধ্যে ভারত জীবাষ্ম বিহীন শক্তি উৎপাদনের পরিমাণ ৫০০ গিগাওয়াটে নিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী৷
নরেন্দ্র মোদি বলেন, 'ভাবনা চিন্তা না করেই অপচয় না করে আমাদের উচিত ভেবে চিন্তে যথাযথ পদক্ষেপ করা৷'
রোম থেকে রবিবার গ্লাসগোয় এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ ইতালিতে জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে গ্লাসগো পৌঁছন নরেন্দ্র মোদি৷