TRENDING:

ব্রিটেনে ইতিহাস ভারতীয়র! অর্থমন্ত্রী পদে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক

Last Updated:

বরিস জনসনের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ঋষি সুনক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ব্রিটেনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ৷ ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন তিনি ৷ মাত্র ৩৯ বছর বয়সেই সবাইকে চমকে দিয়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূত ঋষি ৷ তিনি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ৷
advertisement

এর আগে আরেক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব নিষুক্ত হন। তারপরই বরিস জনসনের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ঋষি সুনক। ঋষির জন্ম ব্রিটেনেই ৷ তাঁর পূর্বপুরুষরা পঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় যাওয়ার পর, সেখান থেকে চলে যান ব্রিটেনে ৷ সেখানেই বসবাস শুরু করেন তাঁরা ৷ ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে জন্ম হওয়া ঋষি সুনক ২০১৫ সাল থেকে ইয়র্কশায়ারের রিচমন্ডের সাংসদ। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের একটি দফতরের জুনিয়র মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। গত বছরের জুলাই মাসে বরিস জনসন প্রধানমন্ত্রী পদে বসার পর ট্রেজারির প্রধান সচিব পদে নিয়ে আসেন সুনককে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রিটেনে ইতিহাস ভারতীয়র! অর্থমন্ত্রী পদে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল