TRENDING:

সমুদ্রে প্রায়ই ভেসে আসছে সোনা-রুপোর গয়না! রহস্যে মোড়া গ্রামের গল্পে তোলপাড় বিশ্ব

Last Updated:

ভেনেজুয়েলার অর্থনৈতিক হাল এমনিতেই অত্যন্ত করুণ৷ তার ওপর করোনায় প্রায় ধসে গিয়েছে অনাহার ও অর্থকষ্টে কাটা দেশটি৷ ক্যারিবিয়ান সমুদ্র উপকূলে এই সোনা-রূপা ভেসে আসার ঘটনাকে ওখানকার মানুষ ঈশ্বরের আশীর্বাদ মনে করছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কারাকাস: সালটা ২০২০৷ চেয়েও ভোলা যাবে না বছরটাকে৷ শুধুই করোনা মহামারীর জন্য 'বিষ' সাল মনে থেকে যাবে না৷ বেশ কিছু অদ্ভুত ও রহস্যজনক ঘটনা এই একটা বছরেই দেখে নিচ্ছে বিশ্ব৷ তেমনই এক বিচিত্র ঘটনার সাক্ষী লাতিন আমেরিকার ছোট্ট দেশ ভেনেজুয়েলা ৷ সেখানকার ছোট্ট মৎসজীবী গ্রাম গুয়াকার সমুদ্রতটে প্রায়ই ভেসে আসছে সোনা-রূপার গয়না এবং ছোট ছোট সোনার তাল৷ গত সেপ্টেম্বর থেকেই গুয়াকার গ্রামবাসীরা এই ঘটনা প্রত্যক্ষ করে আসছে ৷ এমনটাই রিপোর্ট দ্য ডেইলি মেলের ৷
advertisement

ভেনেজুয়েলার অর্থনৈতিক হাল এমনিতেই অত্যন্ত করুণ৷ তার ওপর করোনায় প্রায় ধসে গিয়েছে অনাহার ও অর্থকষ্টে কাটা দেশটি৷ ক্যারিবিয়ান সমুদ্র উপকূলে এই সোনা-রূপা ভেসে আসার ঘটনাকে ওখানকার মানুষ ঈশ্বরের আশীর্বাদ মনে করছেন৷ গুয়াকার বছর পঁচিশের বাসিন্দা ইয়োলম্যান ল্যারেস মাতা মেরির খোদাই করা একটা ছবি পেয়েছিলেন গত সেপ্টেম্বরে৷ দ্য নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, "আমি বিশ্বাস করতে পারছি না এমনটা হতে পারে৷ আমি আনন্দে কেঁদে ফেলেছি ৷ উত্তেজনায় কেঁপেছি৷ এই প্রথমবার আমার সঙ্গে এরকম কিছু ঘটল ঈশ্বরের কৃপায়৷"

advertisement

ল্যারেস এই ঘটনা নিজের পরিবারের মানুষের সঙ্গে প্রথম ভাগ করে নিয়েছিলেন৷ তারপর গোটা বিশ্ব এই গ্রামের গল্প জেনে যায়৷ এরপর ২০০০ গ্রামবাসী ওই সমুদ্রের উপকূলে গুপ্তধনের সন্ধানে হাত লাগান৷ অদ্ভুত ব্যাপার হলো যে, প্রায় ১২ জন গ্রামবাসী একটা করে হলেও অত্যন্ত দামী কিছু পেয়েছেন ওই সমুদ্র থেকে ৷ কেউ কেউ আবার সোনার আংটিও পেয়েছেন৷ এখনও পর্যন্ত প্রায় উদ্ধার হয় সোনাদানা বিক্রি করে প্রায় ১৫০০ মার্কিন ডলার উপার্জন করেছে গ্রামবাসী৷ এটাকে নিছকই মিরাক্যাল বলছেন অনেকে৷ শেষ কয়েক মাসে গ্রামবাসীদের ভাগ্যের চাকাটাই ঘুরে গিয়েছেন৷ এক মৎস্যজীবী বলছেন, "যা হচ্ছে সবটাই ভগবানের ইচ্ছায় "৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Subhapam Saha

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সমুদ্রে প্রায়ই ভেসে আসছে সোনা-রুপোর গয়না! রহস্যে মোড়া গ্রামের গল্পে তোলপাড় বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল