TRENDING:

সমুদ্র তীরে বিভীষিকা! এই ছবি দেখে আঁতকে উঠছেন সকলে

Last Updated:

Viral: অনেকেই কার্যত এমন প্রাণীর ছবি দেখে অবাক হয়ে যান। কারণ, এমন প্রাণীর ছবি চেনা তে দূর, আগে কখনও কেউ ছবিই দেখেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারনা পিয়ের: সমুদ্র তীরে এমন দৃশ্য দেখলে যে কেউ চমকে উঠবেন। কয়েকজন পর্যটক সমুদ্র তীরে ঘুরতে গিয়ে এমন দৃশ্য দেখে স্বাভাবাকি ভাবেই চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। তারপরে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই কার্যত এমন প্রাণীর ছবি দেখে অবাক হয়ে যান। কারণ, এমন প্রাণীর ছবি চেনা তে দূর, আগে কখনও কেউ ছবিই দেখেননি। ঘটনা আয়ারল্যান্ডের বারনা পিয়ের সমুদ্র তীরে।
এই ছবি ঘিরে জল্পনা। (Credits: Instagram)
এই ছবি ঘিরে জল্পনা। (Credits: Instagram)
advertisement

তবে ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যে অবশেষে সামনে আসে আসল বিষয়টি। দাবি করা হচ্ছে, যেখান থেকে এই ছবিটি সামনে এসেছে, সেখানে প্রচুর পরিমাণে সিলের দেখা মেলে। সমুদ্র তীরটি উত্তর আয়াল্যান্ডে। তা থেকেই অনুমান করা হচ্ছে, কোনও মৃত সিলের দেহাংশ।

জানা গিয়েছে, সাধারণত দুই ধরনের সিলের প্রজাতি ওই এলাকায় দেখা যায়। মৃত শিলের দেহ ঢেউয়ের ধাক্কায় খণ্ড খণ্ড হয়ে যায়। সেখান থেকেই একটি অংশ সমুদ্র তীরে ভাসতে ভাসতে চলে আসে।

advertisement

আরও পড়ুন, চুরি যাওয়া মোবাইল এভাবে বিক্রি হয়? তদন্তে নামতেই পুলিশ যা দেখল

তবে ছবিটি ঘিরে নেটিজেনরা উৎসাহ কিছুতেই কমছে না। অনেকেই আবার ভাইরাল ছবিটিকে শুয়োরের সঙ্গে তুলনা করে। আসলে ছবিটি এমন ভাবে তোলা হয়েছে, অনেকেই ভেবে বসবেন এটা কোনও শুয়োরের ছবি। কিন্তু আদতে সেটা নয়।

আরও পড়ুন, 'অনেকে কালীঘাটে যান, উনি ওখানে করেছেন!' মমতাকে শুভেন্দুর প্রণাম নিয়ে মুখ খুললেন দিলীপ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ডের মহাসাগর গবেষণা সংরক্ষণ কমিটি। তাদের তরফে জানানো হয়েছে, এটা কোনও মৃত সিলের দেহের অংশ। সমুদ্রে ঢেউয়ের ধাক্কায় অনেক সময়ে মৃত সামুদ্রিক প্রাণীদের দেহ খণ্ড খণ্ড হয়ে যায়। এক্ষেত্রেও এমনটা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। সেই সময়ে কোনও একটি দেহাংশ ভাসতে ভাসতে ওই সমুদ্র তীরে চলে আসে। আর তা দেখেই ঘাবড়ে যান সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
সমুদ্র তীরে বিভীষিকা! এই ছবি দেখে আঁতকে উঠছেন সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল