TRENDING:

Mukesh, Nita Ambani Meet Donald Trump: আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প, নৈশভোজে উপস্থিত নীতা ও মুকেশ আম্বানিও

Last Updated:

ট্রাম্পকে অভিনন্দন জানাতে দু’দিন আগেই ওয়াশিংটন পৌঁছে যান মুকেশ ও নীতা আম্বানি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: আমেরিকায় ক্ষমতার পালাবদল। দ্বিতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Oath Ceremony)। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আজ, সোমবার সেই উপলক্ষে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে বসবে জমজমাট অনুষ্ঠানের আসর। সেখানে উপস্থিত রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিও। ট্রাম্পের সঙ্গে তাঁদের ছবি সামনে এসেছে। ট্রাম্পকে তাঁরা অভিনন্দন জানিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ট্রাম্পকে অভিনন্দন জানাতে দু’দিন আগেই ওয়াশিংটনে পৌঁছে যান মুকেশ ও নীতা আম্বানি।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুকেশ ও নীতা আম্বানি (Photo: X)
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুকেশ ও নীতা আম্বানি (Photo: X)
advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ২০ জানুয়ারি – ২৬ জানুয়ারি: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় এ বছরের শপথগ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ভবনের ভিতরে হচ্ছে। ট্রাম্পের সঙ্গেই শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২.২০ লক্ষ মানুষ টিকিট কেটেছিলেন। কিন্তু ক্যাপিটল ভবনের ভিতরে ৭০০-র বেশি মানুষের বন্দোবস্ত নেই। তাই বাকিদের জন্য অন্যত্র বড় স্ক্রিন বসিয়ে সেখানে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাতে রয়েছে নৈশভোজের আয়োজনও।

advertisement

advertisement

আরও পড়ুন– লোকসভায় জেলার তিন আসনেই জয়, আজ মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় 

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ভারতীয় সময় অনুযায়ী, সোমবার রাত ১০.৩০টা থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সূচনা হবে। সেখানে বক্তৃতাও করবেন ট্রাম্প। এই সূচনা-ভাষণ অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mukesh, Nita Ambani Meet Donald Trump: আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প, নৈশভোজে উপস্থিত নীতা ও মুকেশ আম্বানিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল