TRENDING:

Bangladesh News: ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন? রুদ্ধদ্বার বৈঠকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন ইউনূস

Last Updated:

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ইস্তফা দিতে চান মহম্মদ ইউনূস৷ এমন কি, যে কোনও মুহূর্তে তিনি ইস্তফা দিতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: ইস্তফার জল্পনায় আপাতত নিজেই জল ঢেলে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস৷ এ দিন দুপুরে আচমকাই নিজের সরকারের উপদেষ্টা পরিষদকে নিয়ে বৈঠক করেন মহম্মদ ইউনূস৷ সেই বৈঠক শেষেই বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মহম্মদ ইউনূসের ইস্তফার জল্পনা খারিজ করে দেন৷
মহম্মদ ইউনূস৷
মহম্মদ ইউনূস৷
advertisement

পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন৷ ইস্তফা দেওয়ার কথা উনি বলেননি৷ অন্য উপদেষ্টারাও থাকছেন৷ আমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করতে এসেছি৷

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে শরীর, ছুটছেন যুবক! হাড় হিম করা দৃশ্যে শিউরে উঠল মেদিনীপুর শহর

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ইস্তফা দিতে চান মহম্মদ ইউনূস৷ এমন কি, যে কোনও মুহূর্তে তিনি ইস্তফা দিতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়৷ এমন কি, ইউনূস ইস্তফা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিদেশে আশ্রয় নিতে পারেন বলেও চর্চা শুরু হয়েছিল৷ মূলত, দেশের সেনাপ্রধান নির্বাচন করানোর জন্য অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেওয়ার পরই ইউনূসের ইস্তফা জল্পনা জোরাল হয়৷ তার উপর ইউনূস সরকারের প্রস্তাবিত রোহিঙ্গা করিডরেরও বিরোধিতা করে বাংলাদেশ সেনা৷ দেশের মধ্যেও এই করিডর নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷

advertisement

কোণঠাসা হয়ে পড়েই ইউনূস পাল্টা চাপ সৃষ্টি করতে ইস্তফার হুমকি দিচ্ছেন বলে তাঁর সমালোচকরা দাবি করেছিলেন৷ শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি বলে প্রমাণিত হল৷ আপাতত বাংলাদেশের দায়িত্ব থাকছে ইউনূসেরই হাতে৷ ট

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইউনূস নিজে অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকতে আগ্রহী৷ নিজের সমর্থকদের মাধ্যমে কৌশলে সেই প্রচেষ্টা শুরুও করে দিয়েছেন তিনি৷ সূত্রের খবর, পাল্টা চাপ দেওয়ার কৌশল নিয়েছেন নোবেলজয়ী ইউনূস৷ তাঁর সমর্থকরা রাজধানী ঢাকা নির্বাচনের বিরোধিতা করে মিছিল করতেও শুরু করেছে৷ ঢাকার বিভিন্ন জায়গায় আগে সংস্কার, পরে নির্বাচন বলে দাবি তুলে পোস্টার পড়তেও শুরু করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস৷ পরবর্তী নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কথা ছিল৷ সূত্রের খবর, এখন নির্বাচনকে এড়িয়েই পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন ইউনূস৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন? রুদ্ধদ্বার বৈঠকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন ইউনূস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল