শুক্রবার রাতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার এই দেশের মাটি৷ রিখটার স্কেলের যার তীব্রতা ছিল ৬.৮৷ এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর দাবি, উত্তর আফ্রিকার এই অংশে গত ১০০ বছরের বেশি সময়ে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি৷
মরক্কোর অন্যতম গুরুত্বপূর্ণ শহর ম্যারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিস্তরের ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র৷ উপকূলীয় শহর রাবাত, ক্যাসাব্ল্যাঙ্কা এবং ইসাওইরাতে কম্পনের তীব্রতা ও প্রভাব ভয়াবহ৷
advertisement
রয়্যাল মরক্কোর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, বিপদ এখনও সম্পূর্ণ কাটেনি৷ আফটারশকের কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা৷ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির সংখ্যাও প্রচুর৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ৷ এখনও আটকে থাকার সম্ভাবনা একাধিক ব্যক্তির৷ উদ্ধারকাজ চলছে৷
ভয়াবহ এই পরিস্থিতিতে মরক্কোর পাশে আশ্বাস দিল জাতিসংঘ৷ ইউনাইটেড নেশানের এক সদস্য X (যার আগে ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ জানালেন,‘‘মরক্কো সরকারকে সাহায্য করতে জাতিসংঘ প্রস্তুত’’৷
আরও পড়ুন: শতাব্দীর তীব্রতম ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত প্রায় ৩০০, দেশের উত্তর অংশ জুড়ে ধ্বংসলীলা
মরক্কোর দুর্দিনে পাশে থাকবে ভারত, বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী X-এ লিখে জানালেন,‘‘ মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে আমার ভাবাবেগ মরক্কোবাসীর প্রতি৷ এই দুঃখজনক সময়ে, মরক্কোর জনগণের প্রতি আমার সমবেদনা। যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’’