কি এই মনোলিথ? অনেকটা আ্যালুমিনিয়ামের তৈরি বড় আয়নার মত একটি ধাতব বস্তু। কিন্তু এটি আদতে অ্যালুমিনিয়াম না অন্য ধাতু তা গবেষণা করছেন বিজ্ঞানীরা। সাধারণত গাড়ি পার্ক করার জায়গায় এই মনোলিথ রেখে যাওয়া হচ্ছিল। এছাড়াও সিনেমাহল, শপিংমল, বা যেখানে অনেক মানুষ থাকছেন সে সব জায়গাতেই এই মনোলিথ পাওয়া গিয়েছে। কিন্তু কারা করছে তা এখনও জানা যায়নি। প্রথম দিকে মনে করা হচ্ছিল মজা করতেই কেউ বা কারা এই কাজ করছে। কিন্তু এতগুলো দেশের বিভিন্ন জায়গায় একই রকমভাবে মনোলিথ পৌঁছে দেওয়া এবং সবার চোখের আড়ালে কাজটা করা সহজ নয়।
advertisement
বিজ্ঞানীরা মনে করছেন এর সঙ্গে অন্য যোগ থাকতে পারে। মনে করা হচ্ছে এলিয়েনদের সঙ্গেও এর যোগসূত্র থাকতে পারে। যদি তাই হয়, তবে বিষয়টি বেশ চিন্তার। অনেকে আবার মনে করছেন পুরো বিষয়টাই ভূতুড়ে। একটি নোবেলে ২০০১ সালে এই ধরণের মনোলিথের উল্ল্যেখ করা হয়েছিল। যার সঙ্গে এলিয়েনসদের যোগসূত্র রয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। অনেকে মজাও করছেন। অনেকে আবার বলেছেন, ভারতে হলে এতক্ষণে মজার মিম তৈরি হয়ে যেত। এখন দেখার এই মনোলিথ আসলে কি সেটা জানা যায় কিনা !