বিদেশ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী জোরের সঙ্গেই সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ভারতের অগ্রাধিকার, এবং ভারত ও চিন দুই দেশের উপরই এই সন্ত্রাসবাদের প্রভাবের কথা উল্লেখ করেছেন এদিনের আলোচনায়।’
advertisement
বিদেশ সচিব জানান, ‘তিনি এই বিষয়টি তুলে ধরেছেন যে এটি এমন একটি বিষয় যা ভারত ও চিন উভয়কেই প্রভাবিত করে, এবং তাই, আমাদের উভয়েরই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সময় একে অপরের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা এবং সমর্থন করা গুরুত্বপূর্ণ।’
সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় বেজিং নয়াদিল্লিকে তাঁর সমর্থন জানিয়েছে বলেও দাবি করেন বিক্রম মিশ্রী। এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তিয়ানজিনে এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় মিশ্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদ মোকাবেলায় উভয় দেশের পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন। মিশ্রী আরও দাবি করেন, এই সমস্যা মোকাবিলায় বেজিং-ও নয়াদিল্লিকে তার সমর্থন জানিয়েছে।”