TRENDING:

পাকিস্তান প্রসঙ্গ আদৌ কি উঠল...? সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় বেজিংকে বার্তা মোদির! উত্তরে কী বলল চিন?

Last Updated:

Modi Xi Meeting: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় পাকিস্তানের সন্ত্রাসের প্রসঙ্গ উত্থাপন করে বেজিংয়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠকে স্পষ্টতই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত চিন দ্বিপাক্ষিক বৈঠকে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে কথোপকথনের সময় আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেন এদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় পাকিস্তানের সন্ত্রাসের প্রসঙ্গ উত্থাপন করে বেজিংয়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠকে স্পষ্টতই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত চিন দ্বিপাক্ষিক বৈঠকে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে কথোপকথনের সময় আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেন এদিন। সন্ত্রাসবাদের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বেজিং-কে পাশে পাওয়ার কথাও বলেন তিনি।
ভারত চিন বৈঠক
ভারত চিন বৈঠক
advertisement

বিদেশ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী জোরের সঙ্গেই সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ভারতের অগ্রাধিকার, এবং ভারত ও চিন দুই দেশের উপরই এই সন্ত্রাসবাদের প্রভাবের কথা উল্লেখ করেছেন এদিনের আলোচনায়।’

আরও পড়ুন: ‘আমি এখানেই বসব, আপনি অন্য কোথাও যান…’, 2AC কোচে TTE-কে সিট থেকে উঠিয়ে দিলেন তরুণী! পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!

advertisement

বিদেশ সচিব জানান, ‘তিনি এই বিষয়টি তুলে ধরেছেন যে এটি এমন একটি বিষয় যা ভারত ও চিন উভয়কেই প্রভাবিত করে, এবং তাই, আমাদের উভয়েরই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সময় একে অপরের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা এবং সমর্থন করা গুরুত্বপূর্ণ।’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় বেজিং নয়াদিল্লিকে তাঁর সমর্থন জানিয়েছে বলেও দাবি করেন বিক্রম মিশ্রী। এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তিয়ানজিনে এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় মিশ্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদ মোকাবেলায় উভয় দেশের পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর বিশেষ ভাবে জোর দিয়েছেন। মিশ্রী আরও দাবি করেন, এই সমস্যা মোকাবিলায় বেজিং-ও নয়াদিল্লিকে তার সমর্থন জানিয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তান প্রসঙ্গ আদৌ কি উঠল...? সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় বেজিংকে বার্তা মোদির! উত্তরে কী বলল চিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল