TRENDING:

ল্যাপটপ চালাতে না পারলে খোয়াতে হবে মন্ত্রিত্ব, ঘোষণা ঘিরে চাঞ্চল্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঠমান্ডু: ল্যাপটপ চালানো না শিখলে খোয়াতে হবে মন্ত্রিত্ব ৷ এমনই ঘোষণা করেছেন, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ৷ তিনি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে ল্যাপটপ চালানো না শিখলে পদ হরাবেন মন্ত্রীরা।দেশটির প্রধানমন্ত্রী ল্যাপটপ চালানো শেখার জন্য মন্ত্রীদের ৬ মাস সময় বেঁধে দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ চালানো শিখতে ব্যর্থ হলে, তাকে পদচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
advertisement

নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মন্ত্রী পরিষদের কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, তাহলে তাকে পদচ্যুত করা হবে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

তিনি আরও বলেন, ‘‘আমি এরই মধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, আমি ছ’মাসের মধ্যে প্রধানমন্ত্রী দপ্তরকে কাগজবিহীন করব। বৈঠকের প্রোগ্রাম ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে সহকারীদের কাছ থেকে সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ল্যাপটপ চালাতে না পারলে খোয়াতে হবে মন্ত্রিত্ব, ঘোষণা ঘিরে চাঞ্চল্য