TRENDING:

ভেনেজুয়েলায় এখন এক কাপ কফির দাম ১০ লক্ষ!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কারাকাস: তীব্র মুদ্রাস্ফীতিতে পড়েছে ভেনেজুয়েলা। দেশটির সরকারের ভ্রান্ত নীতির ফলে গত এক বছরে মুদ্রাস্ফীতি বেড়েছে ৪৩,৩৭৮%। জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে বর্তমানে ভেনেজুয়েলায় এক কাপ কফির দাম স্থানীয় মুদ্রায় ১০ লক্ষ বলিভার !
advertisement

ভেনেজুয়েলায় ন্যূনতম মাসিক বেতনের পাঁচ ভাগের এক ভাগ দাম এক কাপ কফির। কিন্তু অবস্থাটা কিছুদিন আগেই এই রকম ছিল না। বছর দুয়েক আগে এক কাপ কফি মিলত ৪৫০ বলিভারে। কিন্তু ভেনেজুয়েলার সরকারের ইচ্ছেমতো টাকা ছাপানোর নীতি নেওয়ার পরই চূড়ান্ত দারিদ্র্যতায় ডুবে যাচ্ছে দেশটি। ১০০ বলিভারের নোট সেদেশে সবচেয়ে বেশি প্রচলিত। মাত্র এক কাপ কফি কিনতে এরকম ১০,০০০টি নোট লাগবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এই ১০ লক্ষ বলিভারের কিন্তু আসলে কোনও দাম নেই। ১০ লক্ষ বলিভারের মূল্য মাত্র ভারতীয় মুদ্রায় ৭১৪ টাকার সমান। ভেনেজুয়েলার ন্য়ূনতম মজুরিপ্রাপ্ত একজন শ্রমিক তার এক মাসের পুরো বেতন দিয়ে মাত্র পাঁচ কাপ কফি কিনতে পারবেন।

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভেনেজুয়েলায় এখন এক কাপ কফির দাম ১০ লক্ষ!