TRENDING:

দেহব্যবসা করেই স্ত্রী কোটিপতি ! বিয়ের ৬ বছর পর জানতে পারলেন আমেরিকার নামী চিকিৎসক

Last Updated:

Millionaire New York surgeon claims his wife is a prostitute: কোটিপতি চিকিৎসক এবং তাঁর ‘বিউটি কুইন’ স্ত্রীর হাই প্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে আমেরিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: মডেল স্ত্রী-র সৌন্দর্য্যেই ফিদা হয়ে গিয়েছিলেন আমেরিকার নামী চিকিৎসক ৷ দিব্যি সাড়ে ৫ বছর সংসার করার পরেও কখনও বুঝতে পারেননি যে তাঁর স্ত্রী আসলে কী পেশার সঙ্গে যুক্ত ৷ কিন্তু যখন জানতে পারলেন স্ত্রী শুধু মডেলই নন, দেহব্যবসার সঙ্গেও যুক্ত ৷ তখন স্বামীর প্রায় হার্ট অ্যাটাক হওয়ারই জোগাড় !
advertisement

বিষয়টি জানাজানি হতেই চুপ করে আর বসে থাকেননি আমেরিকার নামী চিকিৎসক  হান জো কিম (Han Jo Kim) ৷ স্ত্রী রেজিনা টার্নারকে (Regina Turner)  সরাসরি আদালতে নিয়ে গেলেন তিনি ৷ কোটিপতি চিকিৎসক এবং তাঁর ‘বিউটি কুইন’ স্ত্রীর হাই প্রোফাইল বিবাহবিচ্ছেদ নিয়েই এখন হইচই পড়ে গিয়েছে আমেরিকায়।

Regina Turner

advertisement

বিয়ের পর এই এতগুলো বছরে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন ঝামেলাও কখনও হয়নি ৷ আসলে স্ত্রী-র এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কোনও ধারণাই ছিল না চিকিৎসক কিমের ৷ পড়াশোনার সার্টিফিকেট-সহ রেজিনার অনেক কিছুই নাকি ভুয়ো ! কারণ নিজেকে বিজ্ঞানে স্নাতক বলে দাবি করলেও রেজিনা নাকি স্কুলের গণ্ডিও টপকাতে পারেননি বলে জানা গিয়েছে ৷

advertisement

Photo: Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিম জানিয়েছেন, অন্য পুরুষের সঙ্গে ফোনে স্ত্রীর যৌন উত্তেজনামূলক মেসেজ দেখেই প্রথমে সন্দেহ হয় তাঁর। পরে সত্যিটা সামনে আসে ৷ আর স্ত্রী-র গ্রাহকরাও কোনও যেমন তেমন ব্যক্তি নন ৷ নিউইয়র্কের ধনী ব্যবসায়ীরাই রেজিনার ‘ক্লায়েন্ট’ বলে জানা গিয়েছে ৷ সুন্দরী রেজিনাকে বিয়ে করার জন্য অনেকেই লাইনে ছিলেন ৷ কিন্তু বাকি সবাইকে পিছনে ফেলে রেজিনাকে বিয়ে করতে সফল হয়েছিলেন চিকিৎসক কিম ৷ কিন্তু সেটাই শেষপর্যন্ত কাল হল তাঁর জীবনে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
দেহব্যবসা করেই স্ত্রী কোটিপতি ! বিয়ের ৬ বছর পর জানতে পারলেন আমেরিকার নামী চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল